North Dinajpur News: বিনামূল্যে থাকা খাওয়া-সহ সেলাই প্রশিক্ষণের সুযোগ! কোথায় জানেন?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
গ্রামীণ এলাকার বাসিন্দার জন্য দুর্দান্ত সুযোগ। যদি সেলাই শেখার ইচ্ছে থাকে, তবে একেবারে বিনামূল্যে শিখতে পারবেন।
উত্তর দিনাজপুর: গ্রামীণ এলাকার বাসিন্দার জন্য দুর্দান্ত সুযোগ। যদি সেলাই শেখার ইচ্ছে থাকে, তবে একেবারে বিনামূল্যে শিখতে পারবেন। উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বেকিডাঙ্গা এলাকায় গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করে তুলতে বিনামূল্যে এখানে শুরু হয়েছে সেলাই প্রশিক্ষণ শিবির। এক মাস ধরে চলা এই সেলাই প্রশিক্ষণ শিবিরে থাকা-খাওয়াও বিনামূল্যেই পাওয়া যাবে।
পিএনবি গ্রামীন স্বনির্ভর প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে রাজ্য সরকারের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১ মাস ধরে চলবে এই সেলাই প্রশিক্ষণ শিবির।এই প্রশিক্ষণ শিবিরে মহিলারা সেলাই শিখে নিজেরাই স্বনির্ভর হতে পারবে। এদিনের শিবিরে গ্রামীন এলাকার প্রায় ১৫০ থেকে ২০০ জন মহিলা প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানা যায়।
advertisement
advertisement
পাশাপাশি প্রশিক্ষণ শিখে নিজেরা কোন ব্যবসা শুরু করতে চাইলে তাদের এখান থেকে সরকারি ভাবে মুদ্রা লোন প্রদানের মাধ্যমে আর্থিক ভাবে সাহায্য করা হবে বলেও জানা যায় PNB গ্রামীণ স্বনির্ভর প্রশিক্ষণ কেন্দ্রের তরফে। তবে আপনি যদি এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করতে চান তাহলে আপনিও এখানে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন।
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 05, 2024 7:37 AM IST