Success Story: চাকরির ফাঁকে পড়াশোনা করে এক চান্সেই UPSC, সাউথ পয়েন্টের ছাত্রী বাঁকুড়ার নেহাকে চেনেন?

Last Updated:

Success Story: আইআইটি থেকে পাশ করে UPSC'তে চমকপ্রদ ফল করেন এই বঙ্গতনয়া। বর্তমানে বাঁকুড়ায় কর্মরতা।

+
নেহা

নেহা বন্দ্যোপাধ্যায়

খাতড়া: রূপকথার গল্প হার মেনে যাবে! অবাক লাগলেও ঘটনাটি একেবারেই বাস্তব। উত্তর প্রদেশের নয়ডায় চাকরি করতে করতেই চলে UPSC’র প্রস্তুতি। কাজের অদম্য চাপের ফাঁকেই পড়াশোনা করতে থাকেন বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার বর্তমান মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়। সময়টা ২০২০ সাল, এভাবেই UPSC-র মতো একটি কঠিন পরীক্ষায় প্রথম চেষ্টাতেই সাফল্য পেয়ে যান তিনি। শুধু সাফল্যই নয়, সর্বভারতীয় ২০তম স্থান অর্জন করে তাক লাগান তিনি।
বেসরকারি সংস্থায় চাকরি করতে করতে কীভাবে পড়াশোনা করা সম্ভব? প্রথম প্রচেষ্টাতেই এতটা কঠিন পরীক্ষায় অসম্ভব ফল হল কীভাবে? প্রতিটা প্রশ্নের উত্তর তিনি নিজেই দিলেন। তবে বলাই বাহুল্য, বাঁকুড়ার খাতড়ায় বর্তমান মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাদবপুরে। তাঁর পড়াশোনার ভিত্তিপ্রস্তর স্থাপন হয় কারমেল গার্লস এবং সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে।
আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, Ok-র ফুল ফর্ম জানেন? ৯৯.৯% জানে না!
এরপর আইআইটি খড়্গপুরে ইঞ্জিনিয়ারিং করেন তিনি। ইঞ্জিনিয়ারিং পাঠের শেষ বছর ২০১৮ সাল থেকে তিনি শুরু করেন UPSC-র প্রস্তুতি। ক্যাম্পাসিং-এ চাকরি পান একটি বেসরকারি সংস্থায়। যদিও চাকরি প্রত্যাখ্যান না করে চলে যান নয়ডায়। তবে চাকরিতে ঢোকার আগেই তিনি মনস্থির করেছিলেন UPSC পরীক্ষায় বসার কথা, এমনটাই জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: লালবাজার, নীল-সবুজ-সাদাবাজার নয়! কলকাতা পুলিশের সদর দফতরের নাম লালবাজরই কেন জানেন?
UPSC অন্যতম কঠিন পরীক্ষা। সেই পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিলেন তিনি? এই প্রসঙ্গে মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানান, প্রতিদিন সকালে পড়াশোনা করতেন তিনি। অফিস যাওয়ার আগে যেটুকু সময় পেতেন কাজে লাগাতে পড়াশোনা করে। ছুটির দিন গুলিতে চলত প্রস্তুতি। সপ্তাহজুডে পড়াশোনার বেশিরভাগটাই তিনি অফিসে যেতে যেতে এবং অফিসে লাঞ্চ টাইমে করতেন। পড়াশোনার কাজে মোবাইলের ব্যাবহার করেছেন তিনি। খবরের কাগজ পড়া থেকে বিভিন্ন বই পড়া- ক্লাস করা এই সবই হত মোবাইলের মাধ্যমে।
advertisement
UPSC পরীক্ষায় ইচ্ছুক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মহকুমা শাসক জানান, যে কোনও স্নাতক করা থাকলেই UPSC পরীক্ষা দেওয়া যায়। সঠিক পরিশ্রম এবং নিয়ম মেনে প্রস্তুতি চালাতে হবে। এছাড়াও প্রস্তুতিটা উপভোগ করার পাশাপাশি কী ফল হবে সেই চিন্তা মাথায় না আনলে প্রস্তুতির মাত্রা বাড়বে বলেই জানান নেহা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ সালের নারী দিবসের আগেই বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার মহকুমা শাসক নেহা বন্দোপাধ্যায়ের UPSC-র জার্নিটা বাঁকুড়া, প্রত্যন্ত জঙ্গলমহল এবং পশ্চিমবঙ্গের যুব সমাজকে পরিশ্রমের পথে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে বলেই আশা করা যায়।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: চাকরির ফাঁকে পড়াশোনা করে এক চান্সেই UPSC, সাউথ পয়েন্টের ছাত্রী বাঁকুড়ার নেহাকে চেনেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement