Success Story: ৭৫ বার 'রিজেক্ট'...! তবু হালও ছাড়েননি, আজ কয়েক হাজার কোটি টাকার মালিক 'এই' IIT পড়ুয়া, সাফল্যের কাহিনি জানলে চোখে জল আসবে

Last Updated:

Success Story: আইআইটি থেকে পাশ করে অনেকেই বিশ্বের সেরা বহুজাতিক সংস্থাগুলিতে চাকরি পান। তবে এরই মধ্যে এক আইআইটি পড়ুয়ার সাফল্যের কাহিনি সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে।

News18
News18
আইআইটি পড়ুয়াদের সাফল্যের গাথা হামেশাই সংবাদ শিরোনামে জায়গা করে নেয়। আইআইটি থেকে পাশ করে অনেকেই বিশ্বের সেরা বহুজাতিক সংস্থাগুলিতে চাকরি পান। তবে এরই মধ্যে এক আইআইটি পড়ুয়ার সাফল্যের কাহিনি সম্প্রতি খবরের শিরোনামে উঠে এসেছে। এক দশকের মধ্যেই তিনি ৬৭০০ কোটি টাকার একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পেরেছেন। তাঁর এই সাফল্যের গাথা অনুপ্রেরণা জোগাচ্ছে হাজার হাজার যুবক-যুবতীকে।
আর এই জ্বলন্ত দৃষ্টান্ত তৈরি করেছেন পবন গুণ্টুপল্লি। বাইক-ট্যাক্সি প্ল্যাটফর্ম Rapido-র সহ-প্রতিষ্ঠাতা তিনিই। তবে এই সাফল্য কিন্তু সহজেই ধরা দেয়নি। একটা সময় ছিল, যখন নিজের উদ্ভাবনী আইডিয়া নিয়ে আর্থিক সহায়তার সন্ধান করে বেড়াতে হয়েছে তাঁকে। তবে আজ সেই সব কিছুকে পিছনে ফেলে দিয়ে দেশের ১০০টিরও বেশি শহরে চলাচল করে পবন গুণ্টুপল্লির স্বপ্নের Rapido। ইতিমধ্যেই এই অ্যাপের ডাউনলোড সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গিয়েছে।
advertisement
advertisement
কে এই  পবন গুণ্টুপল্লি?
তেলঙ্গানার বাসিন্দা পবন গুণ্টুপল্লি। প্রতিযোগিতামূলক IIT-JEE পরীক্ষায় পাশ করে আইআইটি খড়গপুর থেকে বি.টেক করেছেন তিনি। স্নাতক হওয়ার পর Samsung-এর হাত ধরে কেরিয়ার শুরু করেছিলেন। এরপর এক বন্ধুর সঙ্গে মিলে লজিস্টিক স্টার্টআপ theKarrier শুরু করেছিলেন পবন। যদিও সেই স্টার্টআপ সাফল্যের মুখ না দেখায় বেশ বিপাকে পড়েই তা বন্ধ করে দিতে হয়েছিল তাঁকে।
advertisement
তবে অবশ্য ব্যর্থতা থামিয়ে দিতে পারেনি পবনকে। তিনি শুরু করেন Rapido। যাঁরা সস্তায় বাইক কিংবা অটো-রিকশায় চেপে যাতায়াত করতে চান, তাঁদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছিল সাশ্রয়ী এবং সহজ এই ভ্রমণ বিকল্প। কিন্তু এক্ষেত্রে ইনভেস্টর পাওয়া ছিল সবথেকে কঠিন। বারবার প্রত্যাখ্যানের সম্মুখীন হতে হয়েছিল পবনকে। প্রায় ৭৫ জন ইনভেস্টর তাঁর এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কারণ তাঁদের মনে হয়েছিল যে, Uber এবং Ola-র মতো বড় সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠবে না Rapido।
advertisement
পবনের ভাগ্য যেন শিকেয় ছিঁড়ল:
আইআইটি পড়ুয়া পবন গুণ্টুপল্লির এই আইডিয়ার সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন Hero MotoCorp-এর চেয়ারম্যান পবন মুঞ্জল। তিনি Rapido-র দিকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। ফলে অন্যান্য ইনভেস্টররাও এতে উৎসাহী হতে শুরু করেন। যার ফলস্বরূপ ২০১৬ সালে আনুষ্ঠানিক ভাবে পথ চলা শুরু করে Rapido।
Uber এবং Ola মূলত ভারতের বড় শহরগুলিতেই পরিষেবা দেয়। সেখানে এক ভিন্ন পথ ধরে Rapido। পবন এবং তাঁর টিম মূলত টিয়ার ১ এবং টিয়ার ২-এ থাকা শহরগুলিতে মনোনিবেশ করেন। আসলে এই শহরগুলিতে যাতায়াত নিত্যদিনের সমস্যা ছিল। প্রথম দিকে কম দামের মডেল দিতে শুরু করে Rapido — প্রতি কিলোমিটারে ১৫ টাকা এবং ৩ টাকার প্রাথমিক ভাড়া। যার জেরে তা সাশ্রয়ী হয়ে ওঠে। তবে মুনাফা লাভ করা মুশকিল হয়ে দাঁড়ায়।
advertisement
প্রতিকূলতা সত্ত্বেও ধীরে ধীরে আরও শাখাপ্রশাখা বিস্তার করে Rapido। বর্তমানে এই অ্যাপের ৭ লক্ষ সক্রিয় ইউজার রয়েছেন। আর রয়েছেন ৫০ হাজার রাইডারের টিমও। এঁদের সংস্থার তরফে ক্যাপ্টেন নাম দেওয়া হয়েছে। Rapido-র বর্তমানে মূল্য ৬৭০০ কোটি টাকা। জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা Swiggy কিন্তু এদের বড়সড় ইনভেস্টর। এখন ১৩৭০ কোটি টাকারও বেশি বার্ষিক রাজস্ব আয় করে Rapido।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Success Story: ৭৫ বার 'রিজেক্ট'...! তবু হালও ছাড়েননি, আজ কয়েক হাজার কোটি টাকার মালিক 'এই' IIT পড়ুয়া, সাফল্যের কাহিনি জানলে চোখে জল আসবে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement