Education News: সোলার এনার্জি পড়ানো হবে ম্যাকাউটে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
ভারতবর্ষে এই প্রথম কোনও সরকারি বিশ্ববিদ্যালয়ে সোলার এনার্জি নিয়ে পঠন-পাঠন শুরু হল। এই বিষয়ে ম্যাকাউটের সঙ্গে হাত মিলিয়েছে 'সোলার এনার্জি সোসাইটি অফ ইন্ডিয়া'।
নদিয়া: রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউটের মুকুটে জুড়ল নতুন পালক। ভারতবর্ষে এই প্রথম কোনও সরকারি বিশ্ববিদ্যালয়ে সোলার এনার্জি নিয়ে পঠন-পাঠন শুরু হল। এই বিষয়ে ম্যাকাউটের সঙ্গে হাত মিলিয়েছে 'সোলার এনার্জি সোসাইটি অফ ইন্ডিয়া'।
মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ম্যাকাউট) সম্প্রতি এই কর্মকাণ্ড শুরু হয়েছে। শুক্রবার ম্যাকাউটের রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সোলার এনার্জি সোসাইটি অফ ইন্ডিয়া-র ডিজি এস এম আলি জানান, দেশের মধ্যে এই প্রথম কোনও সরকারি বিশ্ববিদ্যালয়ে সোলার এনার্জি নিয়ে স্টুডেন্টস চ্যাপ্টার শুরু হচ্ছে। গোটা বছর ধরেই এই কাজ চলবে। ভিন রাজ্য ও বিদেশ থেকে বিশেষজ্ঞ বক্তারা আসবেন। তাঁরা জানাবেন গোটা পৃথিবীতে কীভাবে সোলার এনার্জির চাহিদা এবং প্রয়োজন বাড়ছে। এই কোর্সে পড়ুয়ারা হাতে-কলমে কাজ শিখতে পারবেন। পাশাপাশি তিনি জানান, গোটা পূর্বভারতে ম্যাকাউট হবে এই সোসাইটির রিজিওনাল সেন্টার। এর ফলে পূর্ব ভারতে এই সোসাইটির কাজ চলবে ম্যাকাউটকে কেন্দ্র করে।
advertisement
advertisement
এই বিষয়ে ম্যাকাউটের উপাচার্য সৈকত মৈত্র বলেন, "আজকের দিনটা ম্যাকাউটের কাছে ঐতিহাসিক দিন। এখানকার ছাত্রছাত্রীদের পাশাপাশি গোটা সমাজ এই পদক্ষেপে উপকৃত হবে।"
১৯৭৮ সালে তৈরি হওয়া 'সোলার এনার্জি সোসাইটি অব ইন্ডিয়া '-র প্রেসিডেন্ট প্রফুল পাঠক জানান, তাঁদের উদ্দেশ্য আগামী ৩০ বছরের জন্য সমাজকে সুরক্ষিত রাখতে পড়ুয়াদের মধ্যে সবুজায়ন এবং সৌরশক্তির গুরুত্ব বোঝাতে হবে। আর এক্ষেত্রে পূর্ব ভারতে ম্যাকাউটকে কেন্দ্র করেই সব কাজ চলবে।
advertisement
মৈনাক দেবনাথ
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2023 11:08 PM IST