Alipurduar News: দেড় মাস ধরে তিনটি পর্যায়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে ডুকপারা

Last Updated:

লোসার উৎসব হল বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত ডুকপা জনজাতির নববর্ষের উৎসব। প্রতিবছর নির্দিষ্ট তিথি দেখে প্রায় দেড় মাস ধরে তিন পর্যায়ে এই উৎসব হয়।বর্তমানে লেপচাখায় এই উৎসব চলছে। সব শেষে তাশিগাঁওতে তৃতীয় পর্যায়ের লোসার উৎসব অনুষ্ঠিত হবে।

আলিপুরদুয়ার: প্রতিবছরই এই সময় বক্সা পাহাড়ে লোসার উৎসব হয়। ঐতিহাসিক বক্সা পাহাড়ে ডুকপা জনজাতিদেরর এই উৎসব বহু প্রাচীন ঐতিহ্য বহন করছে। গত ২১ ফেব্রুয়ারি শুরু হয়েছে এই ঐতিহ্যবাহী উৎসব। এবারের লোসার উৎসব চলবে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
লোসার উৎসব হল বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত ডুকপা জনজাতির নববর্ষের উৎসব। প্রতিবছর নির্দিষ্ট তিথি দেখে প্রায় দেড় মাস ধরে তিন পর্যায়ে এই উৎসব হয়।বর্তমানে লেপচাখায় এই উৎসব চলছে। সব শেষে তাশিগাঁওতে তৃতীয় পর্যায়ের লোসার উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসব উপলক্ষ্যে নাচ, গান, পুজো, ডুকপাদের সাংস্কৃতিক উৎসব এবং তিরন্দাজি প্রতিযোগিতা আয়োজিত হয় পাহাড়ে। নতুন বছরকে এভাবেই স্বাগত জানায় বক্সা পাহাড়ের ডুকপা জনজাতি।
advertisement
advertisement
লোসার উৎসবে পাহাড়ে বসবাস করা ডুকপারা নিজেদের তৈরি করা খাবার দিয়ে অতিথি আপ্যায়ন করেন। তাঁদের খাবারের মধ্যে থাকে লঙ্কা আর মাখনের ঘোল জাতীয় ইমাদাচি, আলু, মাখন দিয়ে তৈরি কেওয়াদাচি। পাহাড়ের ডুকপা জনজাতির সকলে নিজেদের বাড়ি থেকে রান্না করে এনে একসঙ্গে বসে খায়। খাওয়া দাওয়ার পাশপাশি তিরন্দাজি কেন্দ্র করেই হয় মূল উৎসবটা।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: দেড় মাস ধরে তিনটি পর্যায়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে ডুকপারা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement