উত্তরবঙ্গের দুর্যোগে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের পাশে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ! পরীক্ষার্থীদের সুবিধার্থে সংসদের বড় সিদ্ধান্ত

Last Updated:

স্কুল মারফত পড়ুয়াদের আবেদন করতে হবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের কাছে। বিনামূল্যে পড়ুয়াদের মার্কশিট, সার্টিফিকেট সহ বিভিন্ন নথি দেওয়া হবে সংসদের তরফে।

News18
News18
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগে ভেসে গিয়েছে বহু বাড়িঘর। আর বন্যার জলে আসবাবপত্র সঙ্গে ভেসে গিয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের নথি। হাতে আর মাত্র কয়েক মাস বাকি। নথি ভেসে যাওয়ার ফলে পরীক্ষায় বসবে কি করে তা নিয়ে যখন দুশ্চিন্তায় ছাত্র-ছাত্রীরা, তখন পড়ুয়াদের পাশে দাঁড়ালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
শিক্ষা সংসদের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে উত্তরবঙ্গে বন্যার কারণে ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, মার্কশিট  জলে ভেসে গেয়েছে বা নষ্ট হয়ে গেছে। এই সমস্ত পড়ুয়াদের সমস্ত নথির প্রতিলিপি বিনামূল্যে দেওয়া হবে।
advertisement
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “দুর্যোগের ফলে পড়ুয়ারা বিপদে পড়েছেন। তাই তাঁদের অসুবিধার কথা ভেবে হারিয়ে যাওয়ার নদীর ক্ষেত্রে প্রতিনিধি বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।”
শিক্ষা সংসদের তরফ থেকে আর‌ও জানানো হয়েছে, এই নথি পড়ুয়াদের হাতে বিনামূল্যে দেওয়া হবে। তার জন্য সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে আবেদন করতে হবে। স্কুলকে জানাতে হবে সংসদের কাছে যে তার ছাত্র বা ছাত্রীর নথি হারিয়ে বা বন্যার জলে ভেসে গিয়েছে।
advertisement
শুধু নথি নয়, বহু পড়ুয়ার বইও নষ্ট হয়ে গেছে, ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে। দ্রুত যাতে সরকারি বই তাঁরা হাতে পেয়ে যায় তার‌ও ব্যবস্থা গ্রহণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। চিরঞ্জীব বলেন, “যে সমস্ত পড়ুয়ারা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অসুবিধার সম্মুখীন হয়েছে তাদের সংশ্লিষ্ট স্কুল ও এই জেলার স্কুল জেলা পরিদর্শকদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। কত পড়ুয়া ক্ষতিগ্রস্ত হয়েছে তাও জানাতে বলা হয়েছে রিপোর্ট আকারে। সেই রিপোর্ট আসলেই পড়য়াদের কাছে প্রয়োজনীয় বই পৌঁছে যাবে।”
advertisement
শুধু উচ্চ মাধ্যমিক নয় মাধ্যমিক পরীক্ষাও রয়েছে ফেব্রুয়ারি মাস থেকে। পাহাড়ের বহু পরীক্ষার্থী সেক্ষেত্র একই সমস্যায় পড়েছে। এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক জানান, শিক্ষা দফতর যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী আমরা পদক্ষেপ করব।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
উত্তরবঙ্গের দুর্যোগে ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের পাশে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ! পরীক্ষার্থীদের সুবিধার্থে সংসদের বড় সিদ্ধান্ত
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement