পুরনো চাকরিতে ফিরেও বেতন জটিলতা! সমাধানে জেলা পরিদর্শকদের কড়া নির্দেশ স্কুল শিক্ষা দফতরের
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Tias Banerjee
Last Updated:
সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষকরা ফের কর্মস্থলে যোগ দিলেও বেতনক্রম নির্ধারিত হয়নি, ফলে আর্থিক সমস্যায় পড়েছেন। স্কুল শিক্ষা দফতর দ্রুত ব্যবস্থা নিচ্ছে।
সুপ্রিম কোর্টের নির্দেশে যাঁরা ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক হিসেবে আগের কর্মস্থলে ফিরে এসেছেন, তাঁদের একাংশ বেতন সম্পর্কিত গুরুতর সমস্যায় পড়েছেন। নতুন করে যোগদান করলেও তাঁদের বেতনক্রম এখনও নির্ধারিত হয়নি। ফলে বহু শিক্ষক কয়েক মাস ধরে সঠিক বেতন পাচ্ছেন না। এই পরিস্থিতি মেটাতে উদ্যোগী হল স্কুল শিক্ষা দফতর।
স্কুল শিক্ষা দফতরের কমিশনারের তরফে সব জেলা স্কুল পরিদর্শক (ডিআই)-কে নির্দেশ দেওয়া হয়েছে, পুরনো চাকরিতে ফিরে আসা এই শিক্ষকদের বেতনক্রম যেন দ্রুত তৈরি করে পাঠানো হয়। অধিকাংশ শিক্ষক প্রাথমিক, উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক স্তরে ২০১৬ সালের আগে যে স্কুলে কর্মরত ছিলেন, সেই স্কুল বা তার কাছাকাছি কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে ফের যোগ দিয়েছেন।
advertisement
advertisement
দফতরের এক আধিকারিক ব্যাখ্যা করে বলেন, “একজন শিক্ষক যদি আগে প্রাথমিক স্তরে কর্মরত থাকেন এবং পরে ২০১৬ সালের এসএসসি পরীক্ষার মাধ্যমে মাধ্যমিক স্তরের স্কুলে যোগ দেন, তাহলে এখন প্রাথমিক স্কুলে ফিরে এলে তাঁর বেতন আর মাধ্যমিক স্তরের মান অনুযায়ী হবে না। তাঁকে প্রাথমিক স্তরের বর্তমান বেতন অনুযায়ী বেতন দিতে হবে। সেই হিসেব দ্রুত নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।”
advertisement
দফতর জানাচ্ছে, বেতনক্রম ঠিক না হওয়ায় বহু শিক্ষক আর্থিক সমস্যায় পড়ছেন। দ্রুত প্রক্রিয়া শেষ করে সংশ্লিষ্ট জেলার হাতে বেতন নথি পাঠানোই এখন অগ্রাধিকার।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 06, 2025 3:00 PM IST








