সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী এ বছর কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে স্টেট এলিজিবিলিটি টেস্ট বা ‘সেট’ দিতে চলেছে (State Eligibility Test Exam 2021)। কলেজ সার্ভিস কমিশন সূত্রে এমনটাই খবর। প্রায় ৮৩ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন সেটের জন্য। যাকে কার্যত রেকর্ড বলছে কলেজ সার্ভিস কমিশনের আধিকারিকরাই।
কলেজ সার্ভিস কমিশন সূত্রে খবর, গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা এ বছর অনেকটাই বেশি। প্রসঙ্গত গতবছর অ্যাক্রিডিটেশন-এর জন্য কলেজ সার্ভিস কমিশন ‘সেট’ নিতে পারিনি। সে ক্ষেত্রে দু'বছর পর পরীক্ষা নিলেও পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেড়েছে বলেই মত কলেজ সার্ভিস কমিশনের আধিকারিকদের। অন্যদিকে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ২০০টি-র কাছাকাছি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নিতে চলেছে কলেজ সার্ভিস কমিশন।
আরও পড়ুন-‘কর্মসূচি' নয় 'ধর্মসূচি' আছে ওদের, পুর প্রচারে বিজেপিকে কটাক্ষ নচিকেতার
প্রসঙ্গত প্রত্যেকবারই কলেজ সার্ভিস কমিশন ৮০টি-র কাছাকাছি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেয়। একদিকে করোনা পরিস্থিতি অন্যদিকে পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে যাওয়া সবদিক মাথায় রেখেই এত সংখ্যক পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কমিশনের।
কমিশন সূত্রে খবর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্র গুলির জন্য একাধিক ব্যবস্থা নিচ্ছে কমিশন। প্রত্যেকটি বেঞ্চে একজন করে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্র গুলিতে যতসংখ্যক আসন তার অর্ধেক আসন নিয়ে এই পরীক্ষায় আসন দেওয়ার কথা ভাবা হয়েছে। পরীক্ষার সময় পুরোপুরিভাবে করোনা বিধি মেনে চলে যায় সেই দিকেই নজর রেখেছে কমিশন।
আগামী ৯ জানুয়ারি কলেজ সার্ভিস কমিশন সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট নেবে (State Eligibility Test or SET Examination)। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই তার প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে কমিশন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বাড়ির কাছাকাছি যাতে পরীক্ষাকেন্দ্র করা যায়, পরীক্ষার্থীদের সেই বিষয় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, পরীক্ষার্থীদের পছন্দ করে দেওয়ার জায়গা অনুযায়ী প্রত্যেকটি sub-division ধরে ধরে পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। যাতে বাড়ি থেকে পরীক্ষার্থীদের ন্যূনতম কম দূরত্ব যেতে হয় পরীক্ষা দেওয়ার জন্য।
অন্যদিকে এদিন ২০২০ এর বিজ্ঞাপন মেনে কলেজ সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে কোনো বাধা নেই তা এদিন জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনটাই খবর কলেজ সার্ভিস কমিশন সূত্রে। হাইকোর্টের এই নির্দেশ আসার পরপরই সহকারী অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া শুরু করছে কমিশন। কমিশন সূত্রে খবর সহকারী অধ্যাপকের নিয়োগের জন্য প্রায় ৩৩হাজার আবেদন জমা পড়েছে। ৪৫ টি বিষয়ের জন্য সহকারী অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া এদিনের হাইকোর্টের সবুজ সংকেতের পরপরই চলতি সপ্তাহেই কমিশন বৈঠকে বসতে পারে। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষ দিক থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করার সম্ভাবনা রয়েছে বলেই কমিশন সূত্রে খবর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: SET Exams