SSC-র প্রস্তাবে রাজি রাজ্য, এ বছর লাখ-লাখ SSC পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা কবে? ঠিক করা হল সেপ্টেম্বরের দুটি দিন

Last Updated:

নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ প্রক্রিয়ার জন্য মোট পাঁচ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন।

Representative Image
Representative Image
কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের প্রস্তাবে অনুমোদন রাজ্যের। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর এসএসসির নিয়োগের লিখিত পরীক্ষার প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য। ৭ সেপ্টেম্বর নবম ও দশমের নিয়োগের লিখিত পরীক্ষা,  ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশের নিয়োগের লিখিত পরীক্ষা নেবে এসএসসি। নবান্নের তরফে স্কুল সার্ভিস কমিশনকে লিখিত পরীক্ষা নেওয়ার জন্য অনুমোদন দেওয়া হল। শীঘ্রই এসএসসি ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে তা জানাবে বলেই সূত্রের খবর।
নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ প্রক্রিয়ার জন্য মোট ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন। যার মধ্যে নবম- দশমের নিয়োগের জন্য প্রায় ৩ লক্ষ ২৯ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী, একাদশ-দ্বাদশ এর জন্য প্রায় ২লক্ষ ৫৪ হাজার পরীক্ষার্থী আবেদন করেছেন। ২০১৬ নিয়োগের তুলনায় ২ লক্ষ ৩০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে এবারের নিয়োগে। লিখিত পরীক্ষার নিরাপত্তা ব্যবস্থা কেমন হবে? এ নিয়ে শীঘ্রই রাজ্য বৈঠক বসতে চলেছে বলেই সূত্রের খবর।
advertisement
অন্যদিকে, চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে ১৩ হাজার ৭০০ জন যোগ্য শিক্ষক আবেদন করলেন এসএসসি নিয়োগের জন্য। নবম-দশম এবং একাদশ-দ্বাদশে নিয়োগের আবেদন প্রক্রিয়া সোমবার রাত ১১:৫৯ মিনিটে শেষ হয়। ২০১৬-র নিয়োগের আবেদনের তুলনায় এবারের আবেদন বাড়ল ২ লক্ষ ৩০ হাজারেরও বেশি। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রায় মোট ৫ লক্ষ ৮৩ হাজার ৭০০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে এবারের নিয়োগের জন্য নবম দশম স্তরে প্রায় ৩ লক্ষ ২৯ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। একাদশ-দ্বাদশের জন্য আবেদন করেছেন প্রায় ২ লক্ষ ৫৪ হাজার পরীক্ষার্থী।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC-র প্রস্তাবে রাজি রাজ্য, এ বছর লাখ-লাখ SSC পরীক্ষার্থীর লিখিত পরীক্ষা কবে? ঠিক করা হল সেপ্টেম্বরের দুটি দিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement