SSC Upper Primary Counselling: ২৬ হাজার চাকরি বাতিলের আবহে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ডাক, কাউন্সেলিং চাইছে স্কুল সার্ভিস কমিশন! এবার কাদের ডাকা হল?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC Upper Primary Counselling: ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মধ্যেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের।
কলকাতা: ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিলের মধ্যেই উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফের কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি স্কুল সার্ভিস কমিশনের।
সপ্তম কাউন্সেলিং-এর বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। ২০১৬-এর এসএলএসটির উচ্চ প্রাথমিকের এখনও ১৪১০ কাউন্সেলিং বাকি।
১১ জুন সকাল ১১ টা থেকে এই কাউন্সেলিং গ্রহণ করা হবে। উচ্চ প্রাথমিকে কাউন্সেলিং-এর জন্য ১২১ জন প্রার্থীকে ডাকা হয়েছে। কোন কোন প্রার্থী ডাক পাবেন এবং কোন কোন বিদ্যালয় সুযোগ পাবে সেই তথ্য আপলোড করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ ২০২৫-এর দিনক্ষণ ঘোষণা, কারা পাবেন এই বৃত্তি? যোগ্যতা-ফি বিশদে জানুন
এখনও পর্যন্ত ডাকা হয়েছে–
আরও পড়ুন: শিলংয়ের হোমস্টের সিসিটিভি ক্যামেরায় শেষ দেখা যায় মেঘালয়ে নিখোঁজ দম্পতিকে, রাজাকে কুপিয়ে খুন, সোনম কোথায়? বাড়ল রহস্য
সাতটি কাউন্সেলিংয়ে এই সংখ্যক প্রার্থীকে ডাকা হয়েছে। আপাতত তিন দফায় সাতটি কাউন্সেলিংয়ে ডাকা হল ১২৬৭৫ জন প্রার্থীকে। তার মধ্যে আবার সুপারিশপত্র গ্রহণ করেছেন ৯৫১৭ জন। তাদের মধ্যে ৫০০ বেশি প্রার্থী বিদ্যালয়ে যোগদান করেনি। আর মেধাতালিকায় অন্তর্ভুক্ত রইল ১২৮৯ জন প্রার্থী। তাঁদের ডিভিশন বেঞ্চের নির্দেশ বহাল রয়েছে চাকরি সুনিশ্চিত করার।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2025 12:11 PM IST