চাকরিহারা শিক্ষকদের মধ্যে কেউ কি আগের চাকরিতে ফিরতে চান? বড় পদক্ষেপ করল শিক্ষা দফতর
- Published by:Tias Banerjee
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সুপ্রিম কোর্টের রায় মেনে চাকরি হারানোদের ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে। ১৫০০-রও বেশি আবেদন জমা পড়েছে এবং তিন দিনের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে।
চাকরি হারানোদের মধ্যে যাঁরা আবার আগের স্কুলে ফিরতে চান, তাঁদের বিষয়ে এবার সরাসরি পদক্ষেপ করতে শুরু করল রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, পুরনো চাকরিতে ফেরার জন্য আবেদনকারীদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া আবেদন করার তিন মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে—এই নির্দেশকে মান্যতা দিয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।
বর্তমানে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের কাছে এমন আবেদন জমা পড়েছে ১৫০০-রও বেশি। কারা যোগ্য, আর কারা অযোগ্য—এই তালিকা তৈরি করতে বলা হয়েছে সমস্ত জেলার প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলের বিদ্যালয় পরিদর্শকদের (DI)। নির্দেশ অনুযায়ী, আগামী তিন দিনের মধ্যে প্রতিটি পরিদর্শককে নিজেদের জেলার আবেদনকারীদের তথ্য বিশ্লেষণ করে রিপোর্ট পাঠাতে হবে দপ্তরের কাছে।
advertisement
advertisement

advertisement
চাকরিহারা শিক্ষকদের মধ্যে কেউ কি আগের চাকরিতে ফিরতে চান? বড় পদক্ষেপ করল শিক্ষা দফতর
বিশদ তথ্য যাচাইয়ের নির্দেশ
প্রত্যেক আবেদনকারীর ক্ষেত্রে নিচের তথ্যগুলি যাচাই করতে বলা হয়েছে—
advertisement
এই সমস্ত তথ্য নির্দিষ্ট ফরম্যাটে জমা দিতে হবে। দফতর পক্ষ থেকে সেই ফরম্যাটও ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পরিদর্শকদের কাছে। এই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষা দফতর একদিকে যেমন সুপ্রিম কোর্টের রায়কে কার্যকর করতে চায়, তেমনই আবেদনকারীদের ন্যায্য অধিকার যাতে নিশ্চিত করা যায়, সেটাও নিশ্চিত করতে চায় প্রশাসন। সময়সীমা বেঁধে দেওয়ার ফলে এবার দ্রুত পদক্ষেপের দিকে এগোচ্ছে গোটা ব্যবস্থা।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 21, 2025 10:24 AM IST