Bratya Basu on SSC Crisis: স্কুলে যেতে পারবেন চাকরি হারানো যোগ্য শিক্ষকরা? ব্রাত্যর জবাবে কাটল না ধোঁয়াশা

Last Updated:

এক ধাক্কায় ২৫ হাজারের বেশি শিক্ষকের চাকরি যাওয়ায় রাজ্যের স্কুলগুলিতে আচমকা সঙ্কট তৈরি হয়েছে৷

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে যে যোগ্য শিক্ষকরা চাকরি হারালেন, তাঁরা কি আপাতত স্কুলে গিয়ে শিক্ষকতা করতে পারবেন? সেই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা বজায় রাখলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ জানিয়ে দিলেন, চাকরিহারা শিক্ষকদের কী করণীয় তা সুপ্রিম কোর্টের রায়েই বলা আছে এবং মুখ্যমন্ত্রী গতকাল সাংবাদদিক বৈঠকেও বলে দিয়েছেন৷
একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পরামর্শ, রায়ের আইনি ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদনও করতে পারেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা৷ একই সঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মানবিক ভাবে এবং রাজনৈতিক ভাবে চাকরিহারা যোগ্য শিক্ষকদের পাশে রয়েছে রাজ্য সরকার৷
advertisement
এক ধাক্কায় ২৫ হাজারের বেশি শিক্ষকের চাকরি যাওয়ায় রাজ্যের স্কুলগুলিতে আচমকা সঙ্কট তৈরি হয়েছে৷ বহু স্কুলেরই একাধিক শিক্ষকের চাকরি বাতিল হয়েছে৷ অনেক স্কুলে স্বাভাবিক পঠনপাঠন চালু রাখাই মুশকিল হচ্ছে৷
advertisement
এই সমস্যার মোকাবিলা কীভাবে করা হবে, যাঁরা যোগ্য হয়ে চাকরি হারালেন তাঁরা স্কুলে যেতে পারবেন কি না, এই প্রশ্ন করা হয়েছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে৷ জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এর উত্তর তো দিতে পারবো না। যা বলার মুখ্যমন্ত্রী তো গতকাল বলেছেন৷ আমার দায়িত্ব থেকে বলতে পারি মুখ্যমন্ত্রী যা বলেছেন বঞ্চিত ও যোগ্য যাঁরা আছেন, মানবিক ও রাজনৈতিক ভাবে থাকব।’
advertisement
একই সঙ্গে যোগ্য এবং অযোগ্যদের পৃথকীকরণ করে এসএসসি আদালতকে তথ্য দেয়নি বলে যে অভিযোগ উঠছে, তাও পুরোপুরি মানতে চাননি শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টই বলে দিয়েছে কাদের বেতনের টাকা দিতে হবে, কাদের দিতে হবে না৷ এসএসসি-র দেওয়া তথ্যের উপরে ভিত্তি করেই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতির রায়ে যোগ্য অযোগ্যদের একটা ভাগাভাগি আমরা দেখতে পাচ্ছি৷ কিন্তু এসএসসি-র দেওয়া তথ্যে হয়তো সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হতে পারেনি৷’
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Bratya Basu on SSC Crisis: স্কুলে যেতে পারবেন চাকরি হারানো যোগ্য শিক্ষকরা? ব্রাত্যর জবাবে কাটল না ধোঁয়াশা
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement