SSC Tainted List Latest: SSC 'অযোগ্য' শিক্ষক তালিকায় ফের বিস্ফোরণ...! 'দাগি' লিস্টে নাম এই তৃণমূল নেত্রীর মেয়েরও? তোলপাড় বাংলা!

Last Updated:

SSC Tainted List Latest: এসএসসি-র প্রকাশিত অযোগ্যদের তালিকায় ১৮০৪ জনের তালিকা প্রকাশ করতেই একের পর এক ফাটছে বোমা। এবার এই দাগি শিক্ষক-শিক্ষিকাদের নামের তালিকায় মধ্যে রয়েছে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জের তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল।

লিস্টে নাম এই তৃণমূল নেত্রীর মেয়েরও?
লিস্টে নাম এই তৃণমূল নেত্রীর মেয়েরও?
হিঙ্গলগঞ্জ: এসএসসি-র প্রকাশিত অযোগ্যদের তালিকায় ১৮০৪ জনের তালিকা প্রকাশ করতেই একের পর এক ফাটছে বোমা। এবার এই দাগি শিক্ষক-শিক্ষিকাদের নামের তালিকায় মধ্যে রয়েছে হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জের তৃণমূল নেত্রী সন্ধ্যা মণ্ডলের মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল।
প্রিয়াঙ্কার স্কুল শিক্ষিকার চাকরি চলে গিয়েছে। গতকাল, শনিবার আদালত যে নতুন তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় এই প্রিয়াঙ্কা মণ্ডলের নামও রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রিয়াঙ্কার মা সন্ধ্যা মণ্ডল এলাকার প্রভাবশালী তৃণমূল নেত্রী। আর রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি তাঁর মেয়েকে চাকরির ‘ব্যবস্থা’ করে দিয়েছিল।
advertisement
advertisement
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো, নানাবিধ টালবাহানার পর গতকাল সন্ধ্যায় কমিশন অযোগ্য তথা দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ করে। আর তার পরেই একের পর এক বিস্ফোরণ শুরু হয়। দেখা যায় এই তালিকার নামের লিস্টে রয়েছেন অনেক স্বনামধন্য নেতা নেত্রীদের পরিবারের সদস্যদের নামও। এরপরেই এই নিয়ে তোলপাড় পড়ে যায় বাংলা জুড়ে।
advertisement
লিস্টে দেখা গিয়েছে, এসএসসি-র প্রকাশিত অযোগ্যদের তালিকায় ১৮০৪ জনের মধ্যে রয়েছে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম৷ তালিকার ১২৬৯ নম্বরে নাম রয়েছে তৃণমূলের অন্যতম প্রবীণ এই বিধায়কের পুত্রবধূর নাম৷
আরও পড়ুন: রং ফেটে পড়বে…! রাতে ঘুমোনোর আগে মুখে লাগান দুই অসাধারণ প্রাকৃতিক ‘জিনিস’, ৩ দিনে দেখুন তফাৎ, চমকে যাবে আয়না!
advertisement
যদিও এ বিষয়ে ফোন করা হলে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি অযোগ্য হিসেবে চিহ্নিত শম্পা ঘোষ৷ বিধানসভার মুখ্য সচেতক পদেও রয়েছেন নির্মল ঘোষ৷ সূত্রের খবর, উত্তর চব্বিশ পরগণার নৈহাটির একটি স্কুলে শিক্ষকতা করতেন নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষ৷
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শনিবার সন্ধ্যায় ১৮০৪ জন চাকরি হারানো অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করেছে এসএসসি৷ এই অযোগ্যদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন, তাঁদের তালিকাও প্রকাশ করে তাঁদের সকলের অ্যাডমিট কার্ড বাতিল করে দিয়েছে কমিশন৷
advertisement
হিঙ্গলগঞ্জ , অনুপম সাহা
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC Tainted List Latest: SSC 'অযোগ্য' শিক্ষক তালিকায় ফের বিস্ফোরণ...! 'দাগি' লিস্টে নাম এই তৃণমূল নেত্রীর মেয়েরও? তোলপাড় বাংলা!
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement