SSC Recruitment Case: এসএসসি পরীক্ষায় বসার আবেদনের সময়সীমা বাড়ল আরও ৭ দিন, কেন? বড় ঘোষণা কমিশনের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
SSC Recruitment Case: নবম-দশম এবং একাদশ- দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ বার হয়েছিল ২০১৬ সালে। সে বার প্রায় ২২ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন। প্রায় ১০ বছর হতে চলল, কোনও নিয়োগ পরীক্ষা হয়নি।
কলকাতা: ২০২৫ এসএসসি পরীক্ষায় বসার আবেদন করার সময়সীমা বাড়ল। স্কুল সার্ভিস কমিশনের তরফে আরও সাত দিন সময় দেওয়া হল। আগে ১৪ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছিল কমিশনের তরফে। সে ক্ষেত্রে আরও সাত দিন হাতে সময় পাবেন আগ্রহীরা। অর্থাৎ ২১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে পরীক্ষার্থীরা।
স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে ২১ জুলাই বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবে আবেদনকারীরা। টাকা জমা দেওয়ার কাজ সম্পন্ন করা যাবে ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নবম-দশম এবং একাদশ- দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ বার হয়েছিল ২০১৬ সালে। সে বার প্রায় ২২ লক্ষ প্রার্থী আবেদন করেছিলেন। প্রায় ১০ বছর হতে চলল, কোনও নিয়োগ পরীক্ষা হয়নি।
advertisement
আরও পড়ুন: নির্যাতিতার বাবার দাবি IIM জোকায় ধ*র্ষ*ণ হয়নি, তাহলে কেন পুলিশ হেফাজত? আদালতে যাচ্ছেন ধৃত ছাত্র
কিন্তু সে ভাবে বাড়েনি আগ্রহী প্রার্থীদের সংখ্যা। হিসাব বলছে, বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মাত্র সাড়ে চার লক্ষ ৭৫ হাজার মতো আবেদন জমা পড়েছে কমিশনের কাছে। এমন কম আবেদনের কারণেই আবেদনের সময়সীমা বাড়ানো হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও আবেদনের সংখ্যা কম বলে মানতে নারাজ ওই কর্তা। তাঁর দাবি, ”এই আবেদন শুধুমাত্র শিক্ষক-শিক্ষিকারা করেছেন। শিক্ষকর্মীরা নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত হলেই সংখ্যাটা অনেক বৃদ্ধি পেয়ে যাবে।”
advertisement
advertisement
আরও পড়ুন: ছাত্রছাত্রীদের জন্য ৭৫,০০০ টাকার স্কলারশিপ, কী কী সুবিধা? কারা পাবেন? সময় থাকতে আবেদন করুন
কেন সময়সীমা বাড়ানো হল? স্কুল সার্ভিস কমিশনের ব্যাখ্যা, গত ১৬ জুন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল বিকেল ৫টায়। কিন্তু তা শুরু হয় রাত ১০ টা ৩৫-এর পর। এ ছাড়াও প্রযুক্তিগত কারণে জুন মাসে তিন দিন পোর্টাল বন্ধ রাখতে হয়েছিল কমিশনকে। তাই আবেদনকারীদের সুবিধার কথা মাথায় রেখে এই সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয়েছে সরকারকে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 3:23 PM IST