SSC Recruitment 2025: এসএসসির লিখিত পরীক্ষার স্বচ্ছতায় বিশেষ ভাবনা, বিশেষজ্ঞ দিয়ে মডেল উত্তরপত্র যাচাই করে তবেই ফলপ্রকাশ
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
SSC Recruitment 2025: সরকারি স্কুলে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি।
কলকাতা: সরকারি স্কুলে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। লিখিত পরীক্ষায় স্বচ্ছতার উপর জোর দেওয়ার ভাবনা রাজ্যের।
লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করার পাঁচ দিন আগে মডেল উত্তরপত্র প্রকাশ করবে এসএসসি। মডেল উত্তরপত্রের উপর যে যে মতামত আসবে তা যাচাই করবে এসএসসি। তা যাচাই করার জন্য প্রত্যেকটি বিষয়ের উপর দু’জন করে বিশেষজ্ঞ নিয়োগ করবে এসএসসি।
আরও পড়ুন: একেই বলে কপাল! বাস থেকে নেমে ১২০ টাকা খরচ, তাতেই কোটি টাকা লাগল কৌশিকের, মাথা ঘুরে যাবে শুনলে
কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রফেসর হতে হবে সেই বিশেষজ্ঞদের। যে মতামতগুলি নেওয়া হবে তার উপর বিশেষজ্ঞরা তাঁদের মতামত দেওয়ার পরেই চূড়ান্ত উত্তরপত্র আপলোড করবে এসএসসি। চূড়ান্ত প্যানেল প্রকাশ করার সময় সফল পরীক্ষার্থীদের নিজেদের নম্বর, ক্যাটেগরি ভিত্তিক কাট অফ মার্কস, সেই পরীক্ষার্থী চূড়ান্ত যে নম্বর পেয়েছেন তার প্রত্যেকটি তথ্য আপলোড করা হবে। নিয়োগ বিধিতে জানিয়েছে রাজ্য।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘ওই মহিলাকে মেরে দাও’! হাসপাতালে ভর্তি করোনা রোগীকে মেরে ফেলার নির্দেশ ডাক্তারের, ভাইরাল অডিও ক্লিপ
গত মঙ্গলবারই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সুপ্রিম কোর্ট ৩১ মে-র মধ্যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করতে বলেছে। ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে তখনই জানিয়েছিলেন তিনি। সেই মতো শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে দিল এসএসসি।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 9:48 AM IST










