SSC Recruitment 2022|| নিয়োগ কবে? কর্মশিক্ষা ও শারীর শিক্ষা চাকুরী প্রার্থীরা ফের চাইছেন মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ

Last Updated:

SSC Recruitment 2022: নিয়োগের দাবিতে শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী মূর্তির কাছে ৫৫ দিন ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন কর্মশিক্ষা ও শারীর শিক্ষার নিয়োগ প্রার্থীরা। নিজেদের দাবিতে অনড় থেকে ২০১৬ সাল থেকে আন্দোলন চলছে।

#কলকাতা: নিয়োগ কবে? জানতে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ কর্মশিক্ষা ও শরীরশিক্ষা-র সদস্যরা। নিয়োগের দাবিতে শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী মূর্তির কাছে ৫৫ দিন ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন কর্মশিক্ষা ও শারীর শিক্ষার নিয়োগ প্রার্থীরা। নিজেদের দাবিতে অনড় থেকে ২০১৬ সাল থেকে আন্দোলন চলছে। এমনকি রাজ্য সরকার বারে বারে প্রতিশ্রুতি দিচ্ছে নিয়োগ হবে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ চাকরি পদপ্রার্থী সোফিয়া খাতুন ও তার সহযোগীদের।
তাঁদের দাবি, আইনি আর কোনও জটিলতা নেই। ইদের দিন ডিসি সাউথের মাধ্যমে তাঁদের কাছে মুখ্যমন্ত্রী বার্তা পাঠিয়েছিলেন নিয়োগ হবে। তারপর ওই দিন শিক্ষা দফতরের দুই আধিকারিক এসে তাঁদের সঙ্গে কথাও বলে যান। ৫ মে প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়েছিলেন বৈঠক করতে। এমনকি মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল কর্ম শিক্ষা ও শারীর শিক্ষার ১৬০০ শূন্যপদে নিয়োগ হবে। প্রার্থীদের দাবি, শিক্ষামন্ত্রী নিজে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন।
advertisement
আরও পড়ুন: প্রকাশ্যে স্বামীকে কিল-চড়-ঘুষি! ব্যাপক জুতোপেটা! কোথায় ঘটল এমন ঘটনা?
এরপর ১৯ মে শিক্ষা দফতর ওই ১৬০০ পদে নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। কিন্তু তারপরেও কেন নিয়োগ হল না, তা জানতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার আর্জি নিয়ে কালীঘাট থানায় যান ৮ জন। সেখানে পুলিশের কাছে তাঁদের দাবি জানিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন। বৃহস্পতিবার তারা আবার থানায় গিয়ে জানতে চাইবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া যাবে কিনা। যদি কোনও সদুত্তর না মেলে তাহলে ফের অনশনের পথে হাঁটবেন তারা, এমনই দাবি।
advertisement
advertisement
প্রার্থীদের দাবি, ২০১৬ থেকে নিয়োগের দাবিতে আন্দোলন চলছে। গত ৫৫ দিন ধরে খোলা আকাশের নিচে অবস্থান জারি রয়েছে। অনেক মহিলা নিয়োগপ্রার্থী রয়েছেন, যাদের বিভিন্ন অসুবিধা থাকার পরও চাকরির জন্য এই ভাবে অবস্থান চালিয়ে যাচ্ছেন। সরকারি কবে তাদের কথা ভাববে? প্রশ্ন একটাই! প্রসঙ্গত, এসএসসির গ্রুপ সি-ডি, নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করছে।
advertisement
Amit Sarkar
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
SSC Recruitment 2022|| নিয়োগ কবে? কর্মশিক্ষা ও শারীর শিক্ষা চাকুরী প্রার্থীরা ফের চাইছেন মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement