একাদশ-দ্বাদশের পর এবার নবম-দশম এর লিখিত পরীক্ষার ফলাফল... রোল নম্বর ও জন্ম তারিখ দিলেই জানা যাবে রেজাল্ট
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
নবম দশমের মোট শূন্যপদ ২৩২১২টি। ১১ টি বিষয়ে মোট ২ লক্ষ ৯৩হাজার ৯১২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। তাঁদের রোল নম্বর ও জন্ম তারিখ দিলেই ওয়েবসাইট থেকে জানতে পারবেন লিখিত পরীক্ষায় কত নম্বর পেলেন তাঁরা। ফলপ্রকাশের কয়েক দিন বাদেই ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশনের তালিকাও প্রকাশ করবে এসএসসি।
কলকাতাঃ একাদশ-দ্বাদশের পর এবার নবম-দশম এর লিখিত পরীক্ষার ফলাফল। শিক্ষক নিয়োগের নবম-দশম এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে সোমবার। সন্ধের পর ফল প্রকাশ করবে কমিশন।শুধুমাত্র পরীক্ষার্থীরাই ফলাফল জানতে পারবেন এসএসসি ওয়েবসাইট থেকে। ফল প্রকাশের পাশাপাশি প্রত্যেকটি বিষয়ের চূড়ান্ত উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশ করবে কমিশন।
নবম দশমের মোট শূন্যপদ ২৩২১২টি। ১১ টি বিষয়ে মোট ২ লক্ষ ৯৩হাজার ৯১২ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। তাঁদের রোল নম্বর ও জন্ম তারিখ দিলেই ওয়েবসাইট থেকে জানতে পারবেন লিখিত পরীক্ষায় কত নম্বর পেলেন তাঁরা। ফলপ্রকাশের কয়েক দিন বাদেই ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশনের তালিকাও প্রকাশ করবে এসএসসি।
advertisement
advertisement
নথি যাচাই করানোর পর শুধু বাংলা ও ইংরেজিতেই বাদ পড়ল ১০৬ জন চাকরিপ্রার্থীর নাম। এসএসসি লিখিত পরীক্ষার পর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষার্থীদের নথি যাচাই করা হয়েছে গত ১৮ নভেম্বর। সে সময়ই ধরা পড়ে প্রায় সাড়ে ৩০০ প্রার্থীর তথ্যে গরমিল রয়েছে। রবিবার, রাতে এক তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে, কোন কোন প্রার্থীর নাম কাটা হয়েছে। পাশাপাশি কেন তাঁদের নাম বাদ পড়ল, তা-ও স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।
advertisement
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 24, 2025 12:47 PM IST

