SSC পরীক্ষায় কালো পোশাকে প্রতিবাদ জানালেন শিক্ষক মেহেবুব মণ্ডল

Last Updated:

মেহেবুব মণ্ডল কালো পোশাকে SSC পরীক্ষায় বসে প্রতিবাদের বার্তা দিলেন, যোগ্যতার প্রমাণ নয় বরং আদালতের নির্দেশে বাধ্য হয়ে অংশগ্রহণ করলেন.

এই পরীক্ষা আদৌ মানছেন? কালো পোশাকে SSC দিতে এলেন আন্দোলনের মুখ মেহেবুব
এই পরীক্ষা আদৌ মানছেন? কালো পোশাকে SSC দিতে এলেন আন্দোলনের মুখ মেহেবুব
কালো পোশাকেই পরীক্ষার বেঞ্চে বসলেন চাকরিহারা শিক্ষক মেহেবুব মণ্ডল। শুরু থেকেই তিনি ছিলেন এই পরীক্ষার প্রবল বিরোধী। দীর্ঘদিন ধরে আন্দোলনের মঞ্চে মুখ হয়ে উঠেছিলেন তিনি। ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’-এর অন্যতম সক্রিয় নেতা মেহেবুব মণ্ডল বারবার অভিযোগ করেছেন, যোগ্য প্রার্থী হয়েও তাঁদের প্রতি অবিচার করা হচ্ছে। আদালতের নির্দেশে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হলেও, যাঁদের নাম সেখানে নেই, তাঁদের আবার পরীক্ষা দিতে হচ্ছে। সেই কারণেই তিনি মনে করেন—এই পরীক্ষা আসলে শাস্তি, যোগ্যতার প্রমাণ নয়।
আজ, শনিবার সেই বিতর্কিত পরীক্ষা। বসিরহাটের নির্দিষ্ট কেন্দ্রে হাজির হন মেহেবুব। তবে স্রেফ পরীক্ষার্থী হিসেবে নয়, প্রতিবাদের প্রতীক হয়েই তিনি পৌঁছন। গায়ে কালো পোশাক, মুখে দৃঢ়তা—সবাইকে জানিয়ে দেন, এই পরীক্ষা তাঁরা মেনে নিচ্ছেন না। তা সত্ত্বেও আদালতের নির্দেশ মানতে বাধ্য হয়ে বসছেন প্রশ্নপত্রের সামনে।
advertisement
advertisement
পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশের আগে সাংবাদিকদের সামনে মেহেবুব জানান, “এটা পরীক্ষা নয়, এটা আমাদের প্রতি অন্যায়। তবুও আমরা আদালতের আদেশ মানছি। কিন্তু আমাদের বিরোধিতা চলবে।” তাঁর এই প্রতীকী কালো পোশাক যেন এক অদৃশ্য স্লোগান—“যোগ্যতার প্রমাণ দিতে হবে না, আমরা আগেই প্রমাণ করেছি।”
advertisement
ফলে আজকের পরীক্ষা শুধু উত্তরপত্রে লেখা নয়, আরও বড় এক লড়াইয়ের প্রতীক হয়ে উঠল। যেখানে একদিকে প্রশ্নপত্র, অন্যদিকে বছরের পর বছর ধরে চলা আন্দোলনের রঙ—কালো পোশাক।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC পরীক্ষায় কালো পোশাকে প্রতিবাদ জানালেন শিক্ষক মেহেবুব মণ্ডল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement