SSC Case Update: 'আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব!' বিকাশ ভবনের বাইরে একাদশ-দ্বাদশের নতুন চাকরিপ্রার্থীদের বিক্ষোভ
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
SSC Case Update: স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে মিলবে অতিরিক্ত ১০ নম্বর। এসএসসির এই নিয়মেই আপত্তি নতুন চাকরিপ্রার্থীদের।
কলকাতা: স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকলে মিলবে অতিরিক্ত ১০ নম্বর। এসএসসির এই নিয়মেই আপত্তি নতুন চাকরিপ্রার্থীদের। অভিযোগ, নিয়মের বেড়াজালে পড়ে বেশি নম্বর পেয়েও নতুনদের অনেকে ইন্টারভিউয়ে ডাক পাননি। এরই প্রতিবাদে তাঁরা পথে। সল্টলেকে মিছিল এবং বিক্ষোভ।
ইন্টারভিউয়ের প্রক্রিয়ায় অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ। ফের উত্তাল চাকরিপ্রার্থীদের আন্দোলন। সোমবার সন্ধ্যায় সল্টলেকের এসএসসি দফতরের সামনে ‘নতুন’দের অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হল। অভিযোগ, পুলিশ এসে বিক্ষোভকারীদের জোর করে তুলে দেয়। সেই সময় একাধিক চাকরিপ্রার্থীর সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কিও হয়।
আরও পড়ুন: আবেদন শুরু রাজ্য সরকারের সহানুভূতি স্কলারশিপে, মিলবে ১২,০০০! কারা পাবেন? কী কী লাগবে জানুন
বিক্ষোভকারীদের দাবি, যে ইন্টারভিউ তালিকা কমিশন প্রকাশ করেছে, সেখানে ‘টেন্টেড’ বা অযোগ্য প্রার্থীদের স্থান দেওয়া হয়েছে। ফুল মার্কস পেয়েও ইন্টারভিউয়ের তালিকায় ঠাঁই হয়নি নতুনদের অনেকের। এদিকে অভিজ্ঞতার কারণে বাড়তি নম্বর পেয়ে অনেকের নাম লিস্টে এসে গিয়েছে বলে অভিযোগ তাঁদের।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘বিদেশি শক্তির মদতে বাংলাদেশ চলছে, এই রায় মানুষ মেনে নেবে না!’ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হতেই গর্জে উঠলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান
view commentsগত শনিবার নতুন ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়েছে। আগামী মঙ্গলবার, ১৮ নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ। তবে তালিকা প্রকাশ হতেই তা ঘিরে নতুন করে বিতর্ক ছড়িয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2025 8:54 PM IST

