SSC Exam Schedule: সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা, কবে ফল, ইন্টারভিউ? বিজ্ঞপ্তি নিয়ে নির্ঘণ্ট জানাল এসএসসি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষায়চাকরিহারা শিক্ষকদের জন্য একাধিক বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার৷
কলকাতা: আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই হবে এসএসসি-র নবম-দশম এবং একাদশ ও দ্বাদ্বশ শ্রেণির নিয়োগের লিখিত পরীক্ষা৷ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে অক্টোবর মাসের চতুর্থ সপ্তাহে৷ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগ পরীক্ষার নির্ঘণ্ট বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল এসএসসি৷ বৃহস্পতিবার রাতেই এই বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন৷
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, লিখিত পরীক্ষার ফলপ্রকাশের পর ইন্টারভিউ হবে নভেম্বর মাসের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ পর্যন্ত। প্যানেল প্রকাশিত হবে ২৪-এ নভেম্বর। কাউন্সিলিং শুরু হবে ২৯- এ নভেম্বর থেকে।
আরও পড়ুন: শিক্ষকতার অভিজ্ঞতায় বাড়তি নম্বর, চাকরিহারাদের জন্য বিজ্ঞপ্তিতে কী কী সুবিধের কথা জানাল এসএসসি?
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, গত মঙ্গলবার দিনই সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নভেম্বর মাসের মধ্যেই এসএসসি-র নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করবে রাজ্য সরকার৷
advertisement
এসএসসি-র নতুন নিয়োগ পরীক্ষায়চাকরিহারা শিক্ষকদের জন্য একাধিক বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য সরকার৷ নবম-দশম এবং একাদশ ও দ্বাদশে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি এসএসসি জারি করেছে, তাতে এই সমস্ত সুবিধার কথা উল্লেখ করা হয়েছে৷ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে সর্বোচ্চ দশ নম্বর পাওয়া যাবে৷ সরকারি বা সরকারি নিয়ন্ত্রিত স্কুলে প্রতিবছর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য পাওয়া যাবে দুই নম্বর করে। এক্ষেত্রে কারওর পাঁচ বছর বা তার বেশি শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে মিলবে পুরো ১০ নম্বর। ক্লাস নেওয়ার ক্ষমতার উপর থাকবে ১০ নম্বর।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2025 7:31 AM IST