SPMCIL Recruitment 2022: টাঁকশালে সরকারি চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ

Last Updated:

SPMCIL Recruitment 2022: টাঁকশালে চাকরি। জেনে নিন কীভাবে আবেদন করবেন।

#নয়াদিল্লি: সম্প্রতি ভারত সরকারের টাঁকশাল মুম্বইয়ের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
SPMCIL Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ১ মার্চ, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
SPMCIL Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
SPMCIL Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
সচিবালয় সহকারী- ১টি পদ
জুনিয়র বুলেটিন সহকারী- ১টি পদ
ইনগ্রেবর – ৬টি পদ
advertisement
জুনিয়র টেকনিশিয়ান – ৭টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:ভারত সরকারের টকশাল মুম্বাইয়ের
পদের নাম:সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র টেকনিশিয়ান
শূন্যপদের সংখ্যা:১৫
কাজের স্থান:মুম্বই
কাজের ধরন:কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি:কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু:বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি:অনলাইন
advertisement
আবেদনের শেষ দিন:০১.০৩.২০২২
SPMCIL Recruitment 2022: আবেদনের যোগ্যতা
সচিবালয় সহকারী - কমপক্ষে ৫৫% নম্বর সহ স্নাতক এবং কম্পিউটারে দক্ষতা, কমপক্ষে ৮০ ডব্লিউপিএম হারে ইংরেজিতে স্টেনোগ্রাফি/শর্ট হ্যান্ড এবং কমপক্ষে ৪০ ডব্লিউপিএম হারে ইংরেজিতে টাইপ করতে হবে।
জুনিয়র বুলেটিন সহকারী - কমপক্ষে ৫৫% নম্বর সহ স্নাতক এবং কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। টাইপিং গতি প্রতি মিনিটে (ইংরেজি) ৪০ হতে হবে।
advertisement
আরও পড়ুন- সরকারি চাকরির সুযোগ! কেন্দ্রীয় সরকারে অধীনে প্রচুর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে  https://igmmumbai.spmcil.com/UploadDocument/India%20Govt%20%20mint%20Mumbai%20Advt%2029%2001%202020%20(2).a4269451-7292-4ce5-be4b-c0bf72c8c4ce.pdf  জানতে পারেন
ইনগ্রেবর- কমপক্ষে ৫৫% নম্বর সহ ফাইন আর্টস স্কাল্পচারে স্নাতক। অথবা কমপক্ষে ৫৫% নম্বর সহ ব্যাচেলর অফ আর্টস মেটাল ওয়ার্কে উত্তীর্ণ হতে হবে।
advertisement
জুনিয়র টেকনিশিয়ান - প্রাসঙ্গিক ট্রেডে আইটিআই সার্টিফিকেট এবং এক বছরের NAC সার্টিফিকেট।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
SPMCIL Recruitment 2022: টাঁকশালে সরকারি চাকরির সুযোগ, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement