Student Internship Scheme: পড়তে পড়তেই সরকারি অফিসে কাজ শেখার সুযোগ! নতুন প্রকল্প রাজ্যের, ঘোষণা মমতার
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বছরে ৬ হাজার করে ইন্টার্ন নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মাসিক পাঁচ হাজার টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে (Student Internship Scheme)৷
#কলকাতা: রাজ্যের বাসিন্দা পডুয়াদের জন্য এবার 'স্টুডেন্ট ইন্টার্নশিপ (Student Internship Scheme) স্কিম'চালু করছে রাজ্য সরকার৷ এ দিন নবান্নে এই নতুন উদ্যোগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)৷ এই প্রকল্পে পড়াশোনা করতে করতেই সরকারি বিভিন্ন প্রকল্পে হাতেকলমে কাজ করার সুযোগ পাবেন পড়ুয়ারা৷ এই অভিজ্ঞতা ভবিষ্যতে তাঁদের সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির ক্ষেত্রে বাড়তি সুবিধে করে দেবে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী বলেন, 'যাঁরা বাংলায় বাস করেন, অ্যান্ডার গ্র্যাজুয়েট পড়াশোনা শেষ করেছেন, তাঁরা এই ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন৷ পলিটেকনিক, আইটিআই বা সমতুল্য কোর্সের পড়ুয়াদেরও গণ্য করা হবে৷' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইন্টার্নশিপে সুযোগ পাওয়ার জন্য অন্তত ষাট শতাংশ নম্বর পেতে হবে৷
বছরে ৬ হাজার করে ইন্টার্ন নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এঁদের সরকারি স্কিমগুলির সঙ্গে পরিচয় করানো হবে৷ আগামী দিনের জন্য সামাজিক সেবার কাজ শিখবে৷' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যাঁরা ইন্টার্নশিপ করবেন তাঁদের পাঁচ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে৷ যাঁরা এক বছর ভাল কাজ করবেন, তাঁদেরকে পরের বছরও রেখে দেওয়া হবে৷ সর্বাধিক চল্লিশ বছর বয়স পর্যন্ত ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী জানান, অনলাইনেই ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে৷ মুখ্যসচিবের নেতৃত্বে সিলেকশন বোর্ড থাকবে৷ শিক্ষা দফতরের সঙ্গে সমন্বয় রেখে এই প্রকল্প চালানো হবে৷ যাঁরা এক বছর সুযোগ পাবেন না, তাঁদের পরের বছর সুযোগ দেওয়া হবে৷
advertisement
যাঁরা ইন্টার্নশিপ করবেন, তাঁদের রাজ্য সরকারি অফিস, রাজ্য সরকারি অধিগৃহীত বিভিন্ন সংস্থার অফিস, ব্লক অফিস, সাব ডিভিশন অফিস এবং জেলা স্তরের অফিসে নিয়োগ করা হবে৷ ইন্টার্নশিপ শেষ হলে সার্টিফিকেট দেওয়া হবে৷
মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, রাজ্য সরকার জয় হিন্দ বাহিনীও তৈরি করবে৷ শিলিগুড়ি, জঙ্গলমহল, ব্যারাকপুর এবং কলকাতা- এই চারটি জোনে ভাগ করে বিভিন্ন জেলার ছেলেমেয়েদের এই বাহিনীতে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, 'উন্নততর মানুষ তৈরি করার লক্ষ্য আমাদের৷' নেতাজি সুভাষচন্দ্র বসু এবং স্বামী বিবেকানন্দকে সম্মান জানিয়ে রাজ্য সরকার এই নতুন দুই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
view commentsLocation :
First Published :
January 31, 2022 6:38 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Student Internship Scheme: পড়তে পড়তেই সরকারি অফিসে কাজ শেখার সুযোগ! নতুন প্রকল্প রাজ্যের, ঘোষণা মমতার