হোম /খবর /শিক্ষা /
মাধ্যমিক পরীক্ষার সময় কেন চালানো হবে 'এই' বিশেষ নজরদারি! জানুন বিস্তারিত

Madhyamik 2023|| মাধ্যমিক পরীক্ষার সময় কেন চালানো হবে 'এই' বিশেষ নজরদারি! জানুন বিস্তারিত

X
মাধ্যমিক [object Object]

Madhyamik 2023: মাধ্যমিক পরীক্ষা সময় কেন চালানো হবে বিশেষ নজরদারি! জানুন বিস্তারিত

  • Share this:

বারাসত: শুরু হল এ বছরের মাধ্যমিক পরীক্ষা। জেলার বিভিন্ন স্কুলে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চললেও, প্রথম দিনেই প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বারাসত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠ স্কুলের পাশেই দেখা গেল খোলা রয়েছে ফটোকপির দোকান। দোকান মালিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, তিনি সব নিয়ম নির্দেশ জানেন, ১২'টা বাজলে দোকান বন্ধ করে দেবেন।

প্রশাসনের নির্দেশ ছিল বিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে কোনও ফটোকপি বা জেরক্সের দোকান খোলা রাখা যাবে না মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে। যে দোকানটি খোলা রয়েছে তা বিদ্যালয় থেকে ১০০ মিটারেরও কম দুরত্বে অবস্থিত। গতকাল প্রশাসনের তরফ থেকে জেরক্সের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া সত্ত্বেও বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুলের পাশেই, জেরক্সের দোকান খোলা থাকায় উঠতে শুরু করে প্রশ্ন। অবশেষে সংবাদমাধ্যমের তৎপরতায় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয় জেরক্স বা ফটো কপির দোকান। এরপরই প্রশাসনের তরফ থেকে জানানো হয় পরীক্ষার কদিন চালানো হবে বিশেষ নজরদারি।

আরও পড়ুনঃ জেলায় জেলায় শুরু মাইকিং! তৎপরতা তুঙ্গে! হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে বড় সিদ্ধান্ত রাজ্য বন দফতরের

উত্তর ২৪ পরগণা জেলায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৫৯,৩৫৫ জন। করোনা ও লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় অনেক ছাত্র-ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। অনলাইনে চলা পড়াশোনা সেভাবে কার্যকর হয়নি। দীর্ঘ সময়ে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে বহু পড়ুয়াই আগ্রহ হারিয়ে ফেলেছেন পাশাপাশি কাজ হারানোর ফলে ওই সময় অনেক পরিবারের আর্থিক অনটন দেখা দেয়, পরিবারের হাল ধরতে ছাত্র-ছাত্রীদের অনেকেই কাজে যুক্ত হয়ে গিয়েছিল। অনেকেই আবার ভিন রাজ্য চলে গিয়েছে। ফলে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছে জেলায় মত শিক্ষক-শিক্ষিকাদের।

Rudra Narayan Roy

Published by:Shubhagata Dey
First published:

Tags: Madhyamik 2023