Exclusive || Madhyamik: জেলায় জেলায় শুরু মাইকিং! তৎপরতা তুঙ্গে! হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে বড় সিদ্ধান্ত রাজ্য বন দফতরের

Last Updated:

Exclusive || Madhyamik: মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বন দফতর। আগামিকাল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে রাজ্য বন দফতর।

পরীক্ষার্থীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ
পরীক্ষার্থীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ
কলকাতা: মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য বন দফতর। আগামিকাল থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে রাজ্য বন দফতর। এই সংক্রান্ত ব্যবস্থা নিতে উদ্যোগ শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক স্তরে। অন্যদিকে জলপাইগুড়ির মৃত মাধ্যমিক ছাত্রের পরিবারের হাতে আজই ক্ষতিপূরণের ৫ লাখ টাকা তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
প্রসঙ্গত, আজই গোটা রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এরইমধ্যে সকালে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। দলছুট দাঁতালের অকস্মাৎ আক্রমণে প্রথমে গুরুতর জখম হয় এক মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাস। পরে মৃত্যু হয় তার। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এই মুহূর্তে উত্তরবঙ্গ সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে প্রশ্ন করেছেন গ্রিন ট্রাইবুনালে হাতিদের নিয়ন্ত্রণে কোনও ব্যবস্থা না থাকা নিয়েও।
advertisement
advertisement
এরইমধ্যে পরীক্ষার্থীদের সুবিধার্থে জঙ্গল অধ্যুষিত অঞ্চলের পরীক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ নিয়েছে রাজ্য বন দফতর। বলা হয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবে বন দফতর। রাজ্য বন দফতর সূত্রে জানানো হয়েছে, বন রেঞ্জার, বিট অফিসাররা এই কাজ করবেন। বাইক ও গাড়ির ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে সব খরচ বহন করবে রাজ্য বন দফতর।
advertisement
ইতিমধ্যেই জেলা শাসক, শিক্ষা দফতর ও পুলিশের সহায়তা নিয়ে পরীক্ষার্থী চিহ্নিত করার কাজ শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। আজ থেকেই লাগাতার মাইকিং চলবে বনাঞ্চলের মধ্যে থাকা গ্রামগুলিতে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারের আধিকারিকদের নিয়ে এদিন বৈঠক হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় নেওয়া হচ্ছে যাবতীয় পদক্ষেপ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Exclusive || Madhyamik: জেলায় জেলায় শুরু মাইকিং! তৎপরতা তুঙ্গে! হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে বড় সিদ্ধান্ত রাজ্য বন দফতরের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement