জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনে এসএফআই

Last Updated:

১১ই এপ্রিল এই দাবিতে কলেজ স্ট্রিটে মিছিল করে এসএফআই

কলকাতা: জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে। এই দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে এসএফআই। ১১ এপ্রিল এই দাবিতে কলেজ স্ট্রিটে মিছিল করে এসএফআই। নয়া শিক্ষা নীতির বিরুদ্ধে লাগাতার পথে নেমে আন্দোলন চালিয়ে যাওয়া হবে বলেও এসএফআই-এর তরফে ঘোষণা করা হয়েছে। সেই লাগাতার আন্দোলনের অংশ হিসাবে এদিন কলেজ স্ট্রিট মোড় থেকে মিছিল শুরু করেন এসএফআই কর্মীরা। সেই মিছিল গোটা কলেজ স্ট্রিট ঘুরে ফের কলেজ স্ট্রিট মোড়েই শেষ হয়।
কলেজ স্ট্রিট মোড় অবরোধ করে সংক্ষিপ্ত সভা করেন এসএফআই কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারকেও নিশানা করেছে এসএফআই। ছাত্র নেতৃত্বের কথায় মুখে জাতীয় শিক্ষা নীতির বিরোধীতা করলেও সেই শিক্ষা নীতিকে মান্যতা দিয়ে নয়া পাঠ্যক্রম শুরু করার জন্য কলেজ বিশ্ববিদ্যালয় গুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
advertisement
advertisement
উল্লেখ্য সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলির অধ্যক্ষদের সাথে এই বিষয় বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুক্রবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল গেলেও এই বিষয় নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই।
সংগঠনের রাজ্য সহ সম্পাদক শুভজিৎ সরকার বলেন, "জাতীয় শিক্ষা নীতি এমন একটি নীতি যা শিক্ষার পরিসরকে ছোট করবে, পড়াশোনার, চিন্তাভাবনার ক্ষতি করবে। আমাদের স্পষ্ট কথা আমরা এই শিক্ষা বিরোধী শিক্ষা মানব না। ওনার কাছেও আবেদন যে কেন্দ্রীয় সরকারের এই নীতি যে ভাল কিছু করবে না বরং সেটা আরও ক্ষতি করবে মাননীয় রাজ্যপাল সেটা গভীরে গিয়ে দেখলেই বুঝবেন। উনি শিক্ষা সংক্রান্ত বিষয়ে পারদর্শী লোক। উনি গভীরে গিয়ে এটা দেখলে উনিও এটা সমর্থন করবেন না এই আশা আছে। দাবি একটাই , শিক্ষাবিরোধী জাতীয় শিক্ষা নীতি বাতিল চাই।"
advertisement
এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "ভারতের ছাত্র ফেডারেশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে রাজ্যপালকে ডেপুটেশন দেওয়া হলো তিনটি ইস্যুতে।
১. NEP2020 লাগু করা চলবে না
২. বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বৃদ্ধি করতে হবে।
৩.  বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলির পরিকাঠামোগত উন্নতি অবিলম্বে করতে হবে।"
UJJAL ROY
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনে এসএফআই
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement