SER Recruitment 2021: দক্ষিণ-পূর্ব রেলে একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগ! কী ভাবে আবেদন করবেন জানুন
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
SER Recruitment 2021: প্রার্থীদের আগামী ২৩ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (Railway Recruitment Cell) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে দক্ষিণ-পূর্ব রেলের (South Eastern Railway) গুডস গার্ড পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
SER Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৩ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
SER Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৫২০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
SER Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
জেনারেল ক্যাটাগরি- ২৭৭টি পদ
তফসিলি জাতি- ১২৬টি পদ
তফসিলি উপজাতি- ৩০টি পদ
ওবিসি- ৮৭টি পদ
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | দক্ষিণ-পূর্ব রেল |
পদের নাম: | গুডস গার্ড |
শূন্যপদের সংখ্যা: | ৫২০ |
কাজের স্থান: | কলকাতা, পশ্চিমবঙ্গ |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
আবেদনের শেষ দিন: | ২৩.১২.২০২১ |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য সর্বোচ্চ ৪২ বছরের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। অন্য দিকে, সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।
এসসি ক্যাটাগরি- উর্দ্ধসীমায় ৫ বছরের ছাড়
ওবিসি ক্যাটাগরি- উর্দ্ধসীমায় ৩ বছরের ছাড়
SER Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
advertisement
প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা বা সিবিটি নেওয়া হবে। মাল্টিপল চয়েস প্রশ্নপত্র থাকবে। প্রশ্নপত্র দেওয়া হবে হিন্দি এবং ইংরেজিতে। জেনারেল নলেজ, অ্যারিথম্যাটিক, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে প্রশ্ন করা হবে। সিবিটির নম্বরের ওপর ভিত্তি করে প্রার্থীদের নামের বাছাই তালিকা প্রকাশ করা হবে।
মোট ৯০ মিনিটের পরীক্ষা হবে। পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৩ নম্বর কেটে নেওয়া হবে।
advertisement
প্রার্থীদের আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি ভালো করে পড়ে তবেই আবেদন করতে হবে।
Location :
First Published :
December 03, 2021 1:04 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
SER Recruitment 2021: দক্ষিণ-পূর্ব রেলে একসঙ্গে প্রচুর কর্মী নিয়োগ! কী ভাবে আবেদন করবেন জানুন