আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন, পাল্টে যেতে পারে সব
- Published by:Uddalak B
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
অর্থাৎ বছরে উচ্চমাধ্যমিকে ছাত্র ছাত্রীদের জন্য হবে দু’টি পরীক্ষা। প্রাথমিকভাবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শুধুমাত্র উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে।
#কলকাতা: আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাধিক বদল আসছে। অন্তত তেমনটাই পরিকল্পনা নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। রাজ্য সরকার নয়া শিক্ষা নীতি তৈরি করছে। মূলত কেন্দ্রীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের শিক্ষা নীতিতে একাধিক বদল আনা হচ্ছে। ইতিমধ্যেই সেই শিক্ষানীতির খসড়া জমা পড়েছে মুখ্য সচিবের কাছে। আর সেই শিক্ষানীতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিপুল বদল আনার কথা বলা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেমিস্টার সিস্টেমে নেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ বছরে উচ্চ মাধ্যমিকে ছাত্র ছাত্রীদের জন্য হবে দু’টি পরীক্ষা। প্রাথমিকভাবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শুধুমাত্র উচ্চমাধ্যমিকে ছাত্রছাত্রীদের জন্য সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে।
তার পরবর্তী শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণি থেকেই চালু হয়ে যাবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া। সেমিস্টার সিস্টেম আনার বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "গোটা বিষয়টি প্রাথমিক স্তরে রয়েছে। আমাদের দীর্ঘদিনের পরিকল্পনা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার সিস্টেম নিয়ে আসা। সিবিএসই-বা অন্যান্য দেশেও ক্লাস টুয়েলভ-এর পরীক্ষা সেমিস্টার সিস্টেমে নেওয়া হচ্ছে। ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে এই পরিকল্পনার পথে আমরা হাঁটছি। রাজ্য সরকারের অনুমোদন পেলেই তা কার্যকর করা হবে।’’
advertisement
বর্তমানে রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে গত কয়েক বছর ধরেই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নিয়ে আসা হচ্ছে। তবে স্কুল স্তরে এই প্রথম রাজ্য সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে সংসদ সভাপতির যুক্তি "ছাত্রছাত্রীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল্যায়ন শুধুমাত্র একটি মাত্র পরীক্ষার মাধ্যমে করা হলে অনেক সময় সমস্যা তৈরি হয়। অনেক ছাত্র-ছাত্রীদের নানান রকম অসুবিধা থাকে। সেক্ষেত্রে বছরে দু’টি পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের মূল্যায়ন এবং পঠনপাঠনের গুণগত মান আরও উন্নত জায়গায় পৌঁছাবে।"তবে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা নেওয়ার কথা পরিকল্পনা আকারে নেওয়া হলেও কী উপায়ে এই পরীক্ষা হবে সেই বিষয়ে এখনও কোনও রূপরেখা তৈরি হয়নি বলেই জানিয়েছেন সংসদ সভাপতি।
advertisement
advertisement
আরও পড়ুন, চার বছরে অনুব্রত, সুকন্যাদের অ্যাকাউন্টে জমা প্রায় ১৭ কোটি! বিপুল টাকার উৎস কী, খুঁজছে সিবিআই
আরও পড়ুন, গুজরাতে বিজেপি ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী কে? জানিয়ে দিলেন অমিত শাহ
তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওএমআর শিটও আনতে চায় সংসদ। সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিকে ওএমআর শিটে দিতে হয়। সেই কথা মাথায় রেখেই দু’টি সেমিস্টারের মধ্যে প্রথম সেমিস্টারে ওএমআর-এ ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়ার পরিকল্পনাকে কার্যকরী করতে চায় সংসদ। তবে তা আংশিকভাবে হবে নাকি পুরোপুরি ভাবে হবে, সে বিষয়ে আলাপ-আলোচনা চলছে বলেই জানিয়েছেন সংসদ সভাপতি।
advertisement
বিজ্ঞান বিভাগের বিষয়গুলিতে ওএমআর শিটে পরীক্ষা নেবার সম্ভব হলেও হিউম্যানিটিজ বা আর্টসের বিষয়গুলিতে কী ভাবে ওএমআর শিটে পরীক্ষা নেওয়া যাবে তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে সংসদ। সেক্ষেত্রে মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্নের সংখ্যা আরও বেশি থাকার সম্ভাবনা থাকছে বলেই মনে করছেন সংসদের আধিকারিকরা। রাজ্যের শিক্ষানীতি নিয়ে এখনও বিশেষজ্ঞ মহলে চলছে আলাপ আলোচনা। সূত্রের খবর শিক্ষানীতি নিয়ে দ্রুত সিদ্ধান্তে আসতে পারে রাজ্য সরকার।ইতিমধ্যে শিক্ষানীতি বিষয়ে কমিটি মুখ্য সচিবের সঙ্গে সম্প্রতি নবান্নে বৈঠকও করেছে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
November 15, 2022 1:03 PM IST