School Teacher Transfer: ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত পোর্টালে শিক্ষক বদলি! শুধু একটি পদ্ধতিতেই হবে ট্রান্সফার, জানাল স্কুল শিক্ষা দফতর
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
School Teacher Transfer: শিক্ষক বদলি নিয়ে ফের গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি প্রক্রিয়া ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখল রাজ্য।
কলকাতাঃ শিক্ষক বদলি নিয়ে ফের গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক বদলি প্রক্রিয়া ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখল রাজ্য। স্কুল সার্ভিস কমিশন সম্প্রতি নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি কত সংখ্যক শূন্য পদ রয়েছে কোন ক্যাটাগরিতে সে বিষয়ে বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুনঃ ফেরত দিতে হবে সব বেতন! বেপরোয়া মনোজিতকে আর কী কী শাস্তি ল কলেজ পরিচালন সমিতির? নেমে এল বড় কোপ
নবম-দশম ও একাদশ-দ্বাদশ দুটি ক্ষেত্রেই পৃথকভাবে ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই দুই পর্যায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সুশৃংখলভাবে করার জন্য আপাতত কোন বদলি প্রক্রিয়া করা হবে না বলে স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে জানাল। মূলত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সুশৃংখলভাবে করার উদ্দেশ্যেই ৩১শে ডিসেম্বর পর্যন্ত উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের বদলি প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্তের কথা নির্দেশিকা জানিয়েছে রাজ্য।
advertisement
advertisement
তবে, সেক্ষেত্রে মিউচুয়াল ট্রান্সফারের প্রক্রিয়া বজায় থাকবে বলেও নির্দেশিকা জানানো হয়েছে। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া স্থগিত রাখার পাশাপাশি আপাতত এই পোর্টালের মাধ্যমে অনলাইনেও বদলির জন্য কোন আবেদন করা যাবে না বলেও নির্দেশিকায় জানানো হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 6:29 PM IST