Manojit Mishra Kasba Law College: ফেরত দিতে হবে সব বেতন! বেপরোয়া মনোজিতকে আর কী কী শাস্তি ল কলেজ পরিচালন সমিতির? নেমে এল বড় কোপ
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Kasba Law College: বেপরোয়া মনোজিৎ মিশ্রকে এবার বেতন ফেরত দিতে হবে। কলেজে অস্থায়ী শিক্ষাকর্মী হিসেবে যতদিন চাকরি করেছেন তার টাকা ফেরত দিতে হবে মনোজিৎ মিশ্রকে।
কলকাতাঃ বেপরোয়া মনোজিৎ মিশ্রকে এবার বেতন ফেরত দিতে হবে। কলেজে অস্থায়ী শিক্ষাকর্মী হিসেবে যতদিন চাকরি করেছেন তার টাকা ফেরত দিতে হবে মনোজিৎ মিশ্রকে। আজ, মঙ্গলবার পরিচালন সমিতির বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হল।
সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনা ২৬ তারিখ রাতেই পুলিশ জানিয়েছে কলেজের ভাইস প্রিন্সিপালকে। পুলিশের পক্ষ থেকে কলেজ কর্তৃপক্ষকে ফোন করে কলেজ সিকিওর করার কথা বলা হয়েছিল। মঙ্গলবার, পরিচালন সমিতির বৈঠকে সদস্যদের জানান খোদ ভাইস প্রিন্সিপাল।
advertisement
advertisement
পুলিশের তরফে তদন্ত করার জন্য যেহেতু গ্রাউন্ড ফ্লোর একাধিক জায়গা সিল করা হয়েছে তাই কলেজ আপাতত ছাত্র-ছাত্রীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের জন্য কলেজ খুলে দিলে পুলিশি তদন্তে সমস্যা হতে পারে। আজ পরিচালন সমিতির বৈঠকে এমনটাই জানান ভাইস প্রিন্সিপাল বলেই সূত্রের খবর।
আজ পুলিশের তরফে কলেজ কর্তৃপক্ষকে গভর্নিং বডির বৈঠকের জন্য খুব কম সময় মঞ্জুর করায় বেশি আলোচনা হয়নি। মনোজিৎ মিশ্র এর বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠেছে ও যে অভিযোগগুলি জমা পড়েছে তা নিয়ে পরবর্তী গভর্নিং বডির বৈঠকে আলোচনা করা হবে। পরবর্তী গভর্নিং বডির বৈঠক শীঘ্রই ডাকা হবে। আজ পরিচালন সমিতির বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রে এর খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 3:05 PM IST