Summer Vacation: ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত গরমের ছুটি, স্কুল শিক্ষা দফতর জারি করল নির্দেশিকা
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Summer Vacation: বুধবারের প্রশাসনিক বৈঠক থেকে আগেই গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার কথা ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
#কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই গরমের ছুটির নির্দেশিকা জারি করে দিল রাজ্যের স্কুল শিক্ষা দফতর। ২ মে থেকে ১৫ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হল রাজ্যের স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে। বুধবারের প্রশাসনিক বৈঠক থেকে আগেই গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার কথা ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘোষণা করে শিক্ষা দফতরকে নির্দেশ দিয়ে তিনি বললেন, ২ মে থেকে এ বারের গরমের ছুটি যেন ঘোষণা করে দেওয়া হয়। সেদিকটা দেখে নিক শিক্ষা দফতর। কবে পর্যন্ত ছুটি থাকবে, জুন মাসের সেই দিনটি শিক্ষা দফতর ঠিক করে নিক, কিন্তু ছুটি দেওয়া হোক মে মাসের ২ তারিখ থেকে।
তিনি সাংবাদিকদের সামনে প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা করেন, বাচ্চারা লু সহ্য করতে পারছে না, বিভিন্ন এলাকা থেকে বাচ্চাদের অসুস্থ হওয়ার খবর আসছে। সেই কারণে আগামী ২ তারিখ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি দিয়ে দেওয়া হোক। এ বিষয়ে বেসরকারি স্কুলগুলিকেও অনুরোধ করার নির্দেশ দেন মমতা। যাতে এই তীব্র দাবদাহের পরিস্থিতিতে বাচ্চাদের স্কুলে যেতে না হয়, সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেন তিনি।
advertisement
advertisement
রাজ্যে ক্রমে আরও অসহ্য হয়ে উঠছে পরিস্থিতি। তীব্র তাপপ্রবাহ গ্রাস করে নিচ্ছে রাজ্যকে। বুধবারও তাপপ্রবাহের মরণ কামড় তীব্র ছিল রাজ্য জুড়ে। আবহাওয়া দফতরের দেওয়া পরিসংখ্যান অনুসারে, রাজ্যে তাপপ্রবাহের তীব্রতা সবচেয়ে বেশি ছিল ছ'টি জেলায়। এই জেলাগুলিতে তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রির উপরে।
advertisement
রাজ্য আবহাওয়া দফতরের দেওয়া পরিসংখ্যানে দেখা গিয়েছে, বাঁকুড়ায় তাপমাত্রা ছিল ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি বেশি, পশ্চিম বর্ধমানের আসানসোলে তাপমাত্রা ছিল ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৬.৩ ডিগ্রি বেশি। পুরুলিয়া শহরে তাপমাত্রা ছিল ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫.৫ ডিগ্রি বেশি, হুগলি জেলার মগরা এলাকায় তাপমাত্রা ছুঁয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৭.৩ ডিগ্রি বেশি। ঝাড়গ্রাম জেলার সদর শহরে সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ৪২.৫ ড়িগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। আর মুর্শিদাবাদ জেলার বহরমপুরে দৈনিক তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি বেশি।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
April 27, 2022 8:43 PM IST