Recruitment 2021: রেল ল্যান্ড ডেভেলপমেন্টে বিপুল নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ২৩ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। (Recruitment 2021)
#নয়াদিল্লি: সম্প্রতি রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির (Rail Land Development Authority) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার (Assistant Project Engineer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2021)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। (Recruitment 2021)
RLDA Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৩ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
RLDA Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৪৫টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | রেল ল্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (RLDA) |
পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার |
শূন্যপদের সংখ্যা: | ৪৫ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | ফুল টাইম বি.টেক/ বিই ডিগ্রি এবং ৬০% নম্বর |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ২৩.১২.২০২১
RLDA Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রথমে rlda.indianrailways.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Career’ ট্যাবে ক্লিক করতে হবে। এর পর সামনে একটি নতুন পেজ খুলবে, সেখানে নানা তথ্য সহ লগ-ইন করতে হবে। এর পর আবেদনপত্রটি সম্পূর্ণ পূরণ করে অন্যান্য ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ জমা করতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
advertisement
RLDA Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুল টাইম বি.টেক/ বিই ডিগ্রি এবং ৬০% নম্বর থাকতে হবে।
RLDA Recruitment 2021: বয়সসীমা
প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
RLDA Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গেট উত্তীর্ণ ও অন্যান্য যোগ্যতা সহ প্রার্থীদের নিয়ে একটি বাছাই তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।
Location :
First Published :
December 03, 2021 3:58 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021: রেল ল্যান্ড ডেভেলপমেন্টে বিপুল নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?