#নয়াদিল্লি: সম্প্রতি নর্থ সেন্ট্রাল রেলওয়ের (North Central Railway) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পোর্টস কোটার অধীনে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Railway Recruitment 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Railway Recruitment 2021)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা নর্থ সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। (Railway Recruitment 2021)
North Central Railway Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ২৫ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনের অধীনে অফিসার ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, জানুন বিশদে
বিশদ নোটিস মিলবে এই লিঙ্কে-
https://www.rrcpryj.org/Downloads/Notification-SQ-2021-22-English.pdfNorth Central Railway Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
North Central Railway Recruitment 2021: বিশেষ ঘোষণা
যে সকল প্রার্থীরা একের অধিক পদে আবেদন করতে চান তাঁদের আবেদন করার সময় নির্দিষ্ট স্থানে পদের নাম উল্লেখ করতে হবে।
আরও পড়ুন: ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়াতে প্রচুর সংখ্যায় নিয়োগ, কী ভাবে আবেদন করবেন?
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | নর্থ সেন্ট্রাল রেলওয়ে (North Central Railway) |
পদের নাম: | স্পোর্টস কোটার অন্তর্গত বিভিন্ন পদ |
শূন্যপদের সংখ্যা: | ২১ |
কাজের স্থান: | কিছু জানানো হয়নি |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | শিক্ষাগত যোগ্যতা এবং স্পোর্টসের যোগ্যতা প্রাপ্তি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | জিপি ১৯০০/২০০০- ইন্টারমিডিয়েট বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ |
টেকনিক্যাল পদ- | অ্যাপ্রেন্টিস অ্যাক্ট এবং আইটিআই পাস করতে হবে। |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ দিন: ২৫.১২.২০২১
North Central Railway Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
শিক্ষাগত যোগ্যতা এবং স্পোর্টসের যোগ্যতা প্রাপ্তির ওপর ভিত্তি করে।
North Central Railway Recruitment 2021: বয়সসীমা
১৮ থেকে ২৫ বছরের মধ্যে।
North Central Railway Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
জিপি ১৯০০/২০০০- প্রার্থীদের অন্তত কমপক্ষে ইন্টারমিডিয়েট বা সমযোগ্যতা সম্পন্ন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
টেকনিক্যাল পদ- প্রার্থীদের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট অনুযায়ী উত্তীর্ণ হতে হবে এবং আইটিআই পাস করতে হবে। সে ক্ষেত্রে আইটিআই সার্টিফিকেটটি SCVT/NCVT দ্বারা অনুমোদিত হতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government job Vacancy, Indian Railways, Job News, Railway job