৪ নম্বরের জন্য হল না স্বপ্নপূরণ! উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত রেজাল্ট করেও পরিশ্রম বৃথা গেল রিয়ার?
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Higher Secondary Result: মাত্র চার নম্বরের জন্য হল না স্বপ্নপূরণ। প্রচন্ড পরিশ্রমের পরেও উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় টপ টেনের মধ্যে স্থান অধিকার করে নিতে পারল না ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠের ছাত্রী রিয়া দত্ত।
বাঁকুড়া:- মাত্র চার নম্বরের জন্য হল না স্বপ্নপূরণ। প্রচন্ড পরিশ্রমের পরেও উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় টপ টেনের মধ্যে স্থান অধিকার করে নিতে পারল না ছাতনা চন্ডীদাস বিদ্যাপীঠের ছাত্রী রিয়া দত্ত। দুর্দান্ত রেজাল্ট করেছে মেয়েটা কিন্তু তারপরেও স্বপ্ন ভেঙে চুরমার! মাত্র চার নম্বর পেলেই গোটা রাজ্যের সামনে তার নামটাও উঠে আসত টিভির পর্দায়। তবে সেটা হয়নি উচ্চমাধ্যমিক রেজাল্ট ঘোষণা সময়। মন খারাপ হলেও সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পেরে খুশি ছাতনা চন্ডীদাস পল্লীর বাসিন্দা রিয়া।
advertisement
সকালবেলা ঘুম থেকে উঠেই টিভির সামনে একের পর এক নাম উঠে আসতে থাকে। ভালো ফল করবে সেটা জানা ছিল, তবে মেধাতালিকায় নাম না থাকার পর যখন রেজাল্ট দেখে তখন, খুশির চেয়ে বরং একটু হতাশই হয় রিয়া। আরেকটু হলেই মেধা তালিকায় নাম উঠত। কিন্ত সেটা হয়নি।
advertisement
রিয়ার প্রাপ্ত নম্বর ৪৮৪ ছোট থেকেই মেধাবী বলে জানান রিয়ার শিক্ষক ভিক্টর ব্যানার্জি ও বাপ্পা ঘোষাল। পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালোবাসে সে এবং বাড়ির কাজেও সাহায্য করে বলে জানিয়েছেন রিয়ার মা। \”মেয়েকে সায়েন্স নিয়ে পড়ানোর ইচ্ছে ছিল, কিন্তু পড়াতে পারিনি, আর্টস নিয়ে পড়েছে এবং ভালো রেজাল্ট করেছে, আমার খুব ভালো লাগছে\” জানিয়েছেন রিয়ার বাবা কার্তিক দত্ত।
advertisement
ছাতনা সদর এলাকার মধ্যে রিয়ার এই অভূতপূর্ব সাফল্যের খবর পেয়ে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল পৌঁছে যান রিয়ার বাড়িতে এবং ফুলের তোড়া ও মিষ্টির প্যাকেট দিয়ে শুভেচ্ছা জানান। অপরদিকে রিয়া দত্তের এই সাফল্যে খুশি গোটা ছাতনা ব্লক।
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 08, 2025 4:20 PM IST