Rabindra Bharati University: বসছে লোহার গ্রিল, CCTV! রেজিস্ট্রারকে জরুরি নির্দেশিকা রবীন্দ্রভারতীর উপাচার্যের

Last Updated:

Rabindra Bharati University: শারীরিকভাবে নিগ্রহের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। নাম করে তৃণমূল সমর্থিত কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন উপাচার্য

রেজিস্ট্রারকে জরুরি নির্দেশিকা রবীন্দ্রভারতীর উপাচার্যের
রেজিস্ট্রারকে জরুরি নির্দেশিকা রবীন্দ্রভারতীর উপাচার্যের
কলকাতা: সোমবার থেকে ক্যাম্পাসমুখী হচ্ছেন না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। শারীরিকভাবে নিগ্রহের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। নাম করে তৃণমূল সমর্থিত কর্মচারী ইউনিয়নের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য এবার কয়েক দফার নির্দেশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফিনান্স অফিসারকে দিলেন উপাচার্য।
তিনি চিঠি দিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্লকে লোহার গ্রিল বসাতে হবে। যাতে প্রশাসনিক ব্লক সুরক্ষিত থাকে। পাশাপাশি অনুমতি ছাড়া যাতে কেউ না ঢুকতে পারেন প্রশাসনিক ব্লকে সেটা নিশ্চিত করতে বলেছেন তিনি। জানা গিয়েছে, উপাচার্য রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছেন প্রশাসনিক ভবনের সুরক্ষার জন্য প্রাক্তন সেনাদের কয়েকজনকে নিরাপত্তা রক্ষী হিসেবে নিয়োগ করতে হবে। যাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিরাপত্তা দেখবেন এবং প্রশাসনিক ভবনে যাঁরা কাজ করবেন তাঁদেরও নিরাপত্তা ব্যবস্থা দেখবেন।
advertisement
advertisement
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, রেজিস্টারকে এও নির্দেশ দেওয়া হয়েছে যাতে উপাচার্যের দফতর প্রথম তলায় নিয়ে যাওয়া হয়। চিঠিতে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন গ্রাউন্ড ফ্লোরে বর্তমানে উপাচার্যের দফতর থাকায় গুরুত্বপূর্ণ তথ্য বাইরে বেরিয়ে যেতে পারে। তাই উপাচার্যের দফতর প্রথম তলায় স্থানান্তর করলে বিশ্ববিদ্যালয়ের অনেক গুরুত্বপূর্ণ কাজ নজরদারির সঙ্গে করা যাবে।
পাশাপাশি প্রশাসনিক ব্লকে সিসিটিভি বসানোর নির্দেশ দিয়েছেন উপাচার্য। গোটা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ব্লক জুড়ে যাতে সিসিটিভি বসানো হয় এবং সেই কাজ যাতে অবিলম্বে শুরু করা হয়। নির্দেশের অমান্য করলে গুরুত্ব হিসেবে দেখা হবে বলেও নির্দেশ দিয়েছেন উপাচার্য। আগামী ১০ দিনের মধ্যে এই কাজ শেষ করারও নির্দেশ দিয়েছেন তিনি। যদিও এই চিঠির প্রেক্ষিতে রেজিস্ট্রারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
গত সোমবারই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় অন্তর্বর্তীকালীন উপাচার্য জানিয়েছিলেন তিনি ইতিমধ্যেই রাজ্যপাল তথা আচার্যকে ইমেল করে বিষয়টি জানিয়েছেন যে আপাতত তিনি ক্যাম্পাসে যাবেন না। বাড়ি থেকেই কাজ করবেন তিনি। আপাতত যে নির্দেশগুলি দিয়ে দিয়েছেন সেই নির্দেশগুলি কার্যকর হওয়া না পর্যন্ত তিনি আপাতত বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Rabindra Bharati University: বসছে লোহার গ্রিল, CCTV! রেজিস্ট্রারকে জরুরি নির্দেশিকা রবীন্দ্রভারতীর উপাচার্যের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement