Primary School Interview Call: প্রাইমারি স্কুলে আবেদন করেছিলেন? চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কোন জেলায় কবে?
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- Published by:Tias Banerjee
Last Updated:
প্রাথমিক শিক্ষা পর্ষদ ২৭ জানুয়ারি থেকে বাংলা মাধ্যমের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু করছে, ১৩ হাজারের বেশি শূন্য পদে দ্রুত প্যানেল প্রকাশের লক্ষ্য!
বাংলা মাধ্যমের প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২৭ জানুয়ারি থেকে ইন্টারভিউ শুরু হবে বলে জানানো হয়েছে।
পর্ষদ সূত্রে খবর, জেলা অনুযায়ী নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। ২৭ ও ২৮ জানুয়ারি কলকাতা থেকে আবেদন করা প্রার্থীদের ইন্টারভিউ হবে। ২৮ ও ২৯ জানুয়ারি ঝাড়গ্রাম জেলার প্রার্থীদের এবং ২৯ ও ৩০ জানুয়ারি জলপাইগুড়ি থেকে আবেদন করা চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। ধাপে ধাপে সমস্ত জেলার প্রার্থীদের ইন্টারভিউ সম্পন্ন করা হবে।
advertisement
advertisement
প্রাথমিক শিক্ষা পর্ষদের লক্ষ্য, ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই গোটা ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে দ্রুত প্যানেল প্রকাশ করা। পর্ষদ জানিয়েছে, স্বচ্ছ ও দ্রুত নিয়োগ প্রক্রিয়ার জন্যই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
advertisement
ইন্টারভিউয়ের দিন চাকরিপ্রার্থীদের কোন কোন নথি সঙ্গে আনতে হবে, তার জন্য ১৭ দফার একটি তালিকাও প্রকাশ করেছে পর্ষদ। নির্ধারিত সমস্ত ডকুমেন্ট সঙ্গে না থাকলে ইন্টারভিউয়ে সমস্যা হতে পারে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলা মাধ্যমে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগের জন্য বর্তমানে ১৩ হাজারেরও বেশি শূন্য পদ রয়েছে। দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়ার অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের কাছে ইন্টারভিউ শুরুর খবরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 6:40 PM IST








