Presidency University: ১০ বছর পর বড় সিদ্ধান্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের! স্নাতকোত্তরের ভর্তির পরীক্ষা নিয়ে বড় খবর, এখনই জানুন

Last Updated:

Presidency University: জয়েন্ট বোর্ডের হাত থেকে স্নাতকোত্তরে ভর্তির ক্ষমতা নিজেদের হাতে নিল প্রেসিডেন্সি।

১০ বছর পর বড় সিদ্ধান্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের! স্নাতকোত্তরের ভর্তির পরীক্ষা নিয়ে বড় খবর, এখনই জানুন
১০ বছর পর বড় সিদ্ধান্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের! স্নাতকোত্তরের ভর্তির পরীক্ষা নিয়ে বড় খবর, এখনই জানুন
কলকাতা: ভর্তিতে আর দেরি মানতে নারাজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। অ্যাকাডেমিক ক্যালেন্ডারকে মান্যতা দিয়েই জয়েন্ট বোর্ডের হাত থেকে স্নাতকোত্তরে ভর্তির ক্ষমতা নিজেদের হাতে নিল প্রেসিডেন্সি। স্নাতকোত্তর স্তরে এবার ভর্তি করবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
২০১৫ সাল থেকে স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা নিয়ে আসছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দশ বছর বাদে বিশ্ববিদ্যালয় নিজে স্নাতকোত্তরের ভর্তি প্রক্রিয়া গ্রহণ করতে চলেছে। গতকাল বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি কাউন্সেলিং-এ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে কতৃপক্ষ। সন্ধ্যে থেকে দীর্ঘক্ষন ধরে আজ বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিলের বৈঠকে নেওয়া হল এই সিদ্ধান্ত। দ্রুত ভর্তি প্রক্রিয়া শেষ করতে চায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর স্তরে।
advertisement
advertisement
স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়াতে এত দেরি হওয়াতেই স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা জয়েন্ট বোর্ডের হাত থেকে নিয়ে নেওয়া হল বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। ১০ই সেপ্টেম্বরের মধ্যেই স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া শেষ করবে বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
advertisement
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার দেবজ্যোতি কোণার বলেন, “গতকাল অ্যাডমিশন কমিটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এম.এ মাস্টার ডিগ্রি এবং পোস্ট গ্র‍্যাজুয়েশনের ভর্তির প্রক্রিয়া উচ্চ মাধ্যমিক এবং স্নাতকের নম্বরের ভিত্তিতে ভর্তি নেবে বলে প্রস্তাব দিয়েছে। হাতে যা সময় রয়েছে তাতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চায় কমিটি।” ৪০:৬০ অ্যাকাডেমিক ওয়েটেজ ভিত্তিতে প্যানেল তৈরি করে দ্রুত এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাই বিশ্ববিদ্যালয়। ১০ সেপ্টেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রস্তাব অ্যাডমিশন কমিটির।
advertisement
অ্যাডমিশন কমিটির সঙ্গে যুক্ত এক প্রবীণ অধ্যাপক জানান, ইতিমধ্যেই এই প্রস্তাব তাঁরা পাঠিয়ে দিয়েছেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাছে। দু’দিনের মধ্যেই তাঁরা এই প্রক্রিয়া চালু করবেন। ইতিমধ্যেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ৯০% আসন স্নাতকোত্তরে ভর্তি হয়ে গিয়েছে। তারা সকলেই বিশ্ববিদ্যালয়েরই পড়ুয়া। বাকি ১০ শতাংশ যারা বাইরের বিশ্ববিদ্যালয় থেকে প্রেসিডেন্সি থেকে স্নাতকত্তর করতে চাইত তাদের প্রবেশিকা পরীক্ষা গ্রহণ করত জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। স্নাতকোত্তরে মোট আসন রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ৬৫০ মতো।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Presidency University: ১০ বছর পর বড় সিদ্ধান্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের! স্নাতকোত্তরের ভর্তির পরীক্ষা নিয়ে বড় খবর, এখনই জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement