সাহায্য মেলেনি, স্ত্রীর দেহ কাঁধে স্টেশনে ঘুরছেন স্বামী! রেল পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

Last Updated:

Husband Carrying Wife Body: স্থানীয়দের দাবি, বহুক্ষণ স্টেশনে মৃত স্ত্রীর পাশে বসেছিলেন ওই ব্যাক্তি

বরাভূম স্টেশন
বরাভূম স্টেশন
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মণ্ডলঃ স্ত্রীর মৃত্যু হয়েছে। সাহায্য না পেয়ে মৃত স্ত্রীর দেহ কাঁধে তুলে স্টেশনে ঘুরে বেড়াচ্ছেন স্বামী। গতকাল এমনই ছবি ধরা পড়ল বরাভূম স্টেশনে। রেল পুলিশ কেন দায়িত্ব পালন করেনি? সেই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।
প্ল্যাটফর্ম থেকে মহিলার দেহ তাঁর স্বামীকেই সরাতে দেখে স্থানীয়রা হস্তক্ষেপ করেন। এরপর জিআরপি দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। কেন মহিলার স্বামীকে স্ত্রীর দেহ তুলতে হয়েছিল সেই নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, প্রায় ছয় ঘণ্টা দেহটি স্টেশনেই পড়েছিল।
আরও পড়ুনঃ মেদিনীপুরের ‘এই’ স্কুলে আছে ব্যাঙ্ক, হাসপাতাল! ‘শিক্ষারত্নের’ পর ‘জাতীয় শিক্ষক পুরস্কার’ পাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা
জানা গিয়েছে, গত সোমবার বরাভূম স্টেশনে শান্তা কর্মকার নামে একটি মহিলার মৃত্যু হয়। মহিলার স্বামী মনোজ কর্মকার বলেন, পুরুলিয়া শহরের গোশালার কাছে একটি বস্তিতে থাকেন তাঁরা। ট্রেনে উঠে প্লাস্টিকের বোতল সংগ্রহের কাজ করেন। ট্রেনে করে ফেরার পথে বরাভূম স্টেশনে নেমে যান। এখানেই তাঁর স্ত্রীর অসুস্থতার কথা বলেন। এরপর সেখানে তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ, বহুক্ষণ স্টেশনে মৃত স্ত্রীর পাশে বসেছিলেন ওই ব্যাক্তি। স্ত্রীর দেহ ওই ব্যাক্তিকেই বয়ে নিয়ে যেতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। কেন রেল পুলিশ তাঁর দায়িত্ব পালন করেনি? সেই নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয়রা। এই বিষয়ে রেল পুলিশ অবশ্য নির্বাক।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সাহায্য মেলেনি, স্ত্রীর দেহ কাঁধে স্টেশনে ঘুরছেন স্বামী! রেল পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
Next Article
advertisement
West Bengal Weather Update: ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরেও দুর্যোগ! উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
  • ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

  • দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও

  • উইকেন্ডে গিয়ে আবহাওয়ার উন্নতি

VIEW MORE
advertisement
advertisement