Havaldar Recruitment 2022|| স্টাফ সিলেকশন কমিশনের অধীনে সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্সে নিয়োগ! আজই আবেদন করুন...

Last Updated:

Recruitment 2022: প্রার্থীদের আগামী ৩০ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#নয়াদিল্লি: সম্প্রতি স্টাফ সিলেকশন কমিশনের (Staff Selection Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হাবিলদার, অর্থ মন্ত্রকের রেভেনিউ বিভাগ এবং সেন্ট্রাল বোর্ড অফ ইনডায়রেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের অধীনে সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্সে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ 'সি' নন-গেজেটেড পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।প্রার্থীদের আগামী ৩০ এপ্রিল, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের তরফে মোট ৩৬০৩টি শূন্যপনে নিয়োগ হবে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাস্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)
পদের নামহাবিলদার, জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ 'সি' নন-গেজেটেড
শূন্যপদের সংখ্যা৩৬০৩
কাজের স্থানভারত
কাজের ধরননন-গেজেটেড সরকারি পদ
নির্বাচন পদ্ধতিপ্রিলিমিনারি, ফিজিক্যাল স্ট্যান্ডার্ট টেস্ট ও মেইন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ৩০.০৪.২০২২
advertisement
হাবিলদার ব্যতীত অন্য পদ- প্রার্থীদের প্রথমে প্রিলিমিনারি পেপার-I-এর অর্থাৎ কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা (CBE) নেওয়া হবে। ঐ পরীক্ষায় উত্তীর্ণদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ট টেস্ট (PST) নেওয়া হবে। এরপর উত্তীর্ণদের মেইন পরীক্ষার (পেপার-II) মাধ্যমে নিয়োগ করা হবে।
advertisement
হাবিলদার পদ- পেপার-I-তে পার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে PET/PST-এর জন্য ডাকা হবে। উত্তীর্ণ প্রার্থীদের ১:৬ অনুপাতে মেইন পরীক্ষার (পেপার-II) জন্য ডাকা হবে।
নিয়োগ:
প্রার্থীদের সারা দেশের যে কোনও স্থানে নিয়োগ করা যেতে পারে। বিভিন্ন রাজ্যের আসন সংখ্যা খতিয়ে দেখে স্টাফ সিলেকশন কমিশন এই নিয়োগের তালিকা প্রকাশ করবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Havaldar Recruitment 2022|| স্টাফ সিলেকশন কমিশনের অধীনে সেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিক্সে নিয়োগ! আজই আবেদন করুন...
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement