Ministry of Defence Recruitment 2022|| মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ২ মে আবেদনের শেষ দিন

Last Updated:

Ministry of Defence Recruitment 2022: প্রার্থীদের আগামী ২ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করতে হবে।

চাকরির বড় খবর
চাকরির বড় খবর
#নয়াদিল্লি: সম্প্রতি মিনিস্ট্রি অফ ডিফেন্সের (Ministry of Defence) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাডমিনিস্ট্রেটিভ ও জুডিসিয়াল মেম্বার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা মিনিস্ট্রি অফ ডিফেন্সের ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীদের আগামী ২ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন ও অফলাইন দু’ভাবেই আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিষ্ঠানের তরফে মোট ২৪টি শূন্যপদে নিয়োগ হবে বলে জানানো হয়েছে।
শূন্যপদসংখ্যা
অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার১২
জুডিসিয়াল মেম্বার১২
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য: 
advertisement
সংস্থামিনিস্ট্রি অফ ডিফেন্স (Ministry of Defence)
পদের নামঅ্যাডমিনিস্ট্রেটিভ ও জুডিসিয়াল মেম্বার
শূন্যপদের সংখ্যা২৪
কাজের স্থানভারত
কাজের ধরনসরকারি
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন ও অফলাইন
আবেদনের শেষ তারিখ০২.০৫.২০২২
advertisement
অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার- ট্রাইব্যুনাল রুল ২০২৭ অনুযায়ী প্রার্থীদের অ্যাডমিনিস্ট্রেটিভ মেম্বার, মেজর জেনারেল এবং তার উপরের কোনও পদে অধিষ্ঠিত থাকতে হবে। ভারতীয় সেনা, বিমান বা নৌ বাহিনীতে জজ অ্যাডভোকেট জেনারেল হিসাবে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও অর্থনীতি বিষয়ে বিশেষ জ্ঞান এবং ৩০ বছরের বেশি বয়সী হতে হবে।
advertisement
জুডিসিয়াল মেম্বার- ট্রাইব্যুনাল রুল ২০২৭ অনুযায়ী প্রার্থীদের উচ্চ আদালতে ১০ বছরের বিচারকের ভূমিকা পালন করতে হবে।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে এই ঠিকানায় পাঠাতে হবে, ‘Secretary, Department of Defense, Room No.199-C, South Block, Ministry of Defense, New Delhi-110011’।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Ministry of Defence Recruitment 2022|| মিনিস্ট্রি অফ ডিফেন্সের অধীনে নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ২ মে আবেদনের শেষ দিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement