PGIMER Recruitment 2021: সর্বোচ্চ ৬৭৭০০ টাকা পর্যন্ত বেতন! একসঙ্গে একাধিক পদে নিয়োগ, আবেদন করুন শীঘ্র

Last Updated:

PGIMER Recruitment 2021: প্রার্থীরা আগামী ১৭ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

ফাইল ছবি
ফাইল ছবি
#চণ্ডীগড়: সম্প্রতি চণ্ডীগড়ের পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন এবং রিসার্চের (Postgraduate Institute of Medical Education & Research) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে https://pgimer.edu.in/ গিয়ে খোঁজ নিতে পারেন।
PGIMER Recruitment 2021: গুরুত্বপূর্ণ তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ১৭ নভেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। ২৭ নভেম্বর থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।
advertisement
advertisement
PGIMER Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রার্থীরা একের অধিক বিভাগে আবেদন করতে পারবেন, তবে এর জন্য ভিন্ন ভিন্ন আবেদনপত্র জমা দিতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: পোস্টগ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন এবং রিসার্চ (PGIMER)
পদের নাম: সিনিয়র রেসিডেন্ট, জুনিয়র/ সিনিয়র ডেমনস্ট্রেটর, সিনিয়র মেডিক্যাল অফিসার
advertisement
শূন্যপদের সংখ্যা: ৯৩
কাজের স্থান: চণ্ডীগড়
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা
আবেদন প্রক্রিয়া শুরু: ০১.১১.২০২১
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: সিনিয়র রেসিডেন্ট ও সিনিয়র মেডিক্যাল অফিসার: ৬৭৭০০ টাকা/ সিনিয়র ডেমনস্ট্রেটর (মেডিক্যাল): ৬৭৭০০ টাকা/ সিনিয়র ডেমনস্ট্রেটর (নন-মেডিক্যাল): ৫৬১০০ টাকা/ জুনিয়র ডেমনস্ট্রেটর (মেডিক্যাল): ৩৫৪০০ টাকা/ জুনিয়র ডেমনস্ট্রেটর (নন-মেডিক্যাল): ৩৫৪০০ টাকা
advertisement
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৭.১১.২০২১
PGIMER Recruitment 2021: আবেদন ফি
জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য ১৫০০ টাকা এবং এসসি/এসটি/ প্রাক্তন চাকরিজীবীদের জন্য ৮০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে।
PGIMER Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ৯৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
advertisement
সিনিয়র রেসিডেন্ট: ৮২টি পদ
জুনিয়র/ সিনিয়র ডেমনস্ট্রেটর: ১০টি পদ
সিনিয়র মেডিক্যাল অফিসার: ১টি পদ
PGIMER Recruitment 2021: বেতনক্রম
সিনিয়র রেসিডেন্ট ও সিনিয়র মেডিক্যাল অফিসার: ৬৭৭০০ টাকা
সিনিয়র ডেমনস্ট্রেটর (মেডিক্যাল): ৬৭৭০০ টাকা
সিনিয়র ডেমনস্ট্রেটর (নন-মেডিক্যাল): ৫৬১০০ টাকা
জুনিয়র ডেমনস্ট্রেটর (মেডিক্যাল): ৩৫৪০০ টাকা
জুনিয়র ডেমনস্ট্রেটর (নন-মেডিক্যাল): ৩৫৪০০ টাকা
advertisement
PGIMER Recruitment 2021: বয়সসীমা
সর্বোচ্চ ৪৫ বছর বয়সক্রম ধার্য করা হয়েছে। সংরক্ষিত বর্গের প্রার্থীদের বয়সসীমায় ছাড় দেওয়া হয়েছে।
PGIMER Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের মূলত কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
PGIMER Recruitment 2021: সর্বোচ্চ ৬৭৭০০ টাকা পর্যন্ত বেতন! একসঙ্গে একাধিক পদে নিয়োগ, আবেদন করুন শীঘ্র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement