Nursing Job: নার্সিং পড়েছেন? মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ স্বাস্থ্য বিভাগে! সিএইচও পদে নিয়োগ, বিস্তারিত জানুন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
অনলাইন মাধ্যমে জেলা প্রশাসন ওয়েবসাইট দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫। পরবর্তীতে পরীক্ষা এবং ইন্টারভিউর মধ্য দিয়ে নিয়োগ করা হবে আবেদনকারীকে।
মেদিনীপুর, রঞ্জন চন্দ: স্বাস্থ্য বিভাগে আবারও চাকরির সুযোগ। শতাধিক শূন্যপদ। স্বাস্থ্য বিভাগের চাকরি পেতে এখনই আবেদন জানান। নার্সিং নিয়ে পড়াশোনা এবং পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে রেজিস্টার্ড হয়ে থাকলে এখনই আবেদন জানান। মোটা অঙ্কের বেতনে সিএইচও (কমিউনিটি হেল্থ অফিসার) নিয়োগ করবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।
ইতিমধ্যে জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রশাসনের তরফে। অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই নিয়োগের জন্য। সংরক্ষিত ও অসংরক্ষিত মিলিয়ে ১০৮-টি শূন্য পদে পশ্চিম মেদিনীপুর জেলায় সিএইচও নিয়োগ করবে জেলা প্রশাসন।
advertisement
advertisement
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় স্বাস্থ্য মিশনের ব্যবস্থাপনায় পশ্চিম মেদিনীপুর জেলায় একাধিক সুস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও নিয়োগ করা হবে। নার্সিং নিয়ে পড়াশোনা করে থাকলেই আবেদন জানাতে পারবেন এই পদের জন্য। কম্পিউটারে অভিজ্ঞতা থাকলে এবং বয়সসীমা ৪০ বছরের মধ্যে থাকলে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন এই সিএইচও পদের জন্য।
advertisement
মোটা অঙ্কের বেতনের জেলায় নিয়োগ করা হবে সিএইচও’দের। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি মাসে কুড়ি হাজার টাকা বেতন দেওয়া হবে। লিখিত এবং মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে নিয়োগ করা হবে।
advertisement
এছাড়াও, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে পড়াশোনা থাকলে জেলায় দুটি শূন্য পদে সিএইচও নিয়োগ করা হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গ আয়ুর্বেদিক পরিষদের অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রতিমাসে বেতন ২০ হাজার টাকা। তবে ট্রেনিং চলাকালীন ১০ হাজার টাকার স্টাইফেন্ড দেওয়া হবে। একইভাবে এক্ষেত্রে কম্পিউটারে দক্ষতা থাকা বাধ্যতামূলক।
অনলাইন মাধ্যমে জেলা প্রশাসনের ওয়েবসাইট দেখে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৫। পরবর্তীতে পরীক্ষা এবং ইন্টারভিউর মধ্য দিয়ে নিয়োগ করা হবে শূন্য পদে। সেক্ষেত্রে সংরক্ষিত পদের জন্য ১০০ টাকা এবং সংরক্ষিত আবেদনকারীর জন্য ৫০ টাকা দিয়ে আবেদন জানাতে হবে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2025 4:17 PM IST

