Newtown: খুন, অপহরণ...বিডিওর গাড়িতেই যত কাণ্ড! নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে ব্যবহৃত সেই নীল বাতির গাড়ি উদ্ধার

Last Updated:

Newtown: স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় অপহরণ এবং খুনের ব্যবহৃত গাড়ি উদ্ধার করল গোয়েন্দা শাখার পুলিশ।

এই গাড়িতেই খুন, অপহরণ! নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে ব্যবহৃত সেই নীল বাতির গাড়ি
এই গাড়িতেই খুন, অপহরণ! নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে ব্যবহৃত সেই নীল বাতির গাড়ি
নিউটাউন: স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় অপহরণ এবং খুনের ব্যবহৃত গাড়ি উদ্ধার করল গোয়েন্দা শাখার পুলিশ। কলকাতা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে অপর এবং খুনের ব্যবহৃত গাড়িটিকে। ২৮শে অক্টোবর নীল বাতি খুলে ব্যবহার করা হয়েছিল এই গাড়িটিকে।
সূত্রের খবর অনুযায়ী, বিডিওর গাড়িচালক রাজু ঢালীকে জিজ্ঞাসাবাদ করার পরেই এই গাড়ির হদিশ পায় পুলিশ৷ এই নীল বাতি গাড়িতে করেই দেহ ফেলা হয়েছিল বলে আগেই জানা যায়৷ এবার সেই গাড়িটি উদ্ধার করল গোয়েন্দা শাখার পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, নিউটাউনের যাত্রাগাছিতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও-র। সূত্রের খবর, বিডিও-কে ২৯ তারিখ এয়ারপোর্টে এই নীল বাতি গাড়িতে করেই ছাড়তে গিয়েছিল অভিযুক্ত রাজু ঢালী। যে গাড়িতে করে অপহরণ করে দেহ লোপাট করে ফেলে দেয়া হয়েছিল, সেই গাড়িতে করেই বিডিওকে ছাড়তে গিয়েছিল চালক রাজু ঢালী।
advertisement
তাছাড়া, পুলিশের হাতে এসেছে যাত্রাগাছি খালের সিসি ক্যামেরা ফুটেজ—যে রাস্তা দিয়ে খুনের পর দেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেই পথের প্রতিটি মুহূর্ত ধরা পড়েছে ওই ফুটেজে। সূত্রের খবর, ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে নিউটাউনের ফ্ল্যাট থেকে একটি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে নিউটাউন নতুন ব্রিজ পার হয়ে যাত্রাগাছি খালের দিকে যাচ্ছে। ওই গাড়ির নীল বাতি স্পষ্ট দেখা গিয়েছে—যা প্রশাসনিক গাড়ি বলে মনে করছে পুলিশ। তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে, গাড়িটি বিডিও প্রশান্ত বর্মণের গাড়ি বলেই সন্দেহ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Newtown: খুন, অপহরণ...বিডিওর গাড়িতেই যত কাণ্ড! নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে ব্যবহৃত সেই নীল বাতির গাড়ি উদ্ধার
Next Article
advertisement
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা
৪ ঘণ্টার চেষ্টায় ২৪টি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনা হল! কারণ নিয়ে ধোঁয়াশা
  • বড়বাজারের এজরা স্ট্রিটে বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ভোরে আগুন লাগে, ২৪টি দমকল ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে.

  • দাহ্য বৈদ্যুতিক সামগ্রী ও সংকীর্ণ রাস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ল্যাডার ব্যবহার সম্ভব হয়নি.

  • প্রাথমিক অনুমান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হলেও, ফরেন্সিক পরীক্ষার পরেই আগুনের উৎস নিশ্চিত হবে.

VIEW MORE
advertisement
advertisement