Newtown: খুন, অপহরণ...বিডিওর গাড়িতেই যত কাণ্ড! নিউটাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনে ব্যবহৃত সেই নীল বাতির গাড়ি উদ্ধার
- Reported by:Anup Chakraborty
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Newtown: স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় অপহরণ এবং খুনের ব্যবহৃত গাড়ি উদ্ধার করল গোয়েন্দা শাখার পুলিশ।
নিউটাউন: স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় অপহরণ এবং খুনের ব্যবহৃত গাড়ি উদ্ধার করল গোয়েন্দা শাখার পুলিশ। কলকাতা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে অপর এবং খুনের ব্যবহৃত গাড়িটিকে। ২৮শে অক্টোবর নীল বাতি খুলে ব্যবহার করা হয়েছিল এই গাড়িটিকে।
সূত্রের খবর অনুযায়ী, বিডিওর গাড়িচালক রাজু ঢালীকে জিজ্ঞাসাবাদ করার পরেই এই গাড়ির হদিশ পায় পুলিশ৷ এই নীল বাতি গাড়িতে করেই দেহ ফেলা হয়েছিল বলে আগেই জানা যায়৷ এবার সেই গাড়িটি উদ্ধার করল গোয়েন্দা শাখার পুলিশ।
আরও পড়ুন: টানা ১৭ ঘণ্টা…ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! রবিবার কখন থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা? জেনে নিন
advertisement
advertisement
প্রসঙ্গত, নিউটাউনের যাত্রাগাছিতে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও-র। সূত্রের খবর, বিডিও-কে ২৯ তারিখ এয়ারপোর্টে এই নীল বাতি গাড়িতে করেই ছাড়তে গিয়েছিল অভিযুক্ত রাজু ঢালী। যে গাড়িতে করে অপহরণ করে দেহ লোপাট করে ফেলে দেয়া হয়েছিল, সেই গাড়িতে করেই বিডিওকে ছাড়তে গিয়েছিল চালক রাজু ঢালী।
আরও পড়ুন: বিবাহবার্ষিকীর দিনেই সুখবর দিলেন রাজকুমার রাও-পত্রলেখা! পুত্র নাকি কন্যা, কে এল ঘরে? জেনে নিন
advertisement
তাছাড়া, পুলিশের হাতে এসেছে যাত্রাগাছি খালের সিসি ক্যামেরা ফুটেজ—যে রাস্তা দিয়ে খুনের পর দেহ নিয়ে যাওয়া হয়েছিল, সেই পথের প্রতিটি মুহূর্ত ধরা পড়েছে ওই ফুটেজে। সূত্রের খবর, ওই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে নিউটাউনের ফ্ল্যাট থেকে একটি গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে নিউটাউন নতুন ব্রিজ পার হয়ে যাত্রাগাছি খালের দিকে যাচ্ছে। ওই গাড়ির নীল বাতি স্পষ্ট দেখা গিয়েছে—যা প্রশাসনিক গাড়ি বলে মনে করছে পুলিশ। তদন্তে ইতিমধ্যেই উঠে এসেছে, গাড়িটি বিডিও প্রশান্ত বর্মণের গাড়ি বলেই সন্দেহ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 15, 2025 11:47 AM IST










