JEE(Main) 2025: জয়েন্ট এন্ট্রান্স চূড়ান্ত উত্তরপত্র প্রকাশিত হবে শুক্রবার দুপুর ২টোয়! কোথায় দেখবেন ফলাফল?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
JEE(Main) 2025 এপ্রিল সেশনের চূড়ান্ত উত্তরপত্র আজ প্রকাশ করবে NTA, ফলাফল ও লিঙ্ক অ্যাকটিভ হবে ১৯ এপ্রিল। পরীক্ষার্থীদের বিভ্রান্তিকর খবর থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
JEE(Main) বা জয়েন্ট এন্ট্রান্স 2025 সালের এপ্রিল সেশনের চূড়ান্ত উত্তরপত্র আজ, ১৮ এপ্রিল দুপুর ২টোর পর প্রকাশ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। তবে ফলাফল ও লিঙ্ক অ্যাকটিভ হবে আগামিকাল, ১৯ এপ্রিল, এমনটাই নিশ্চিত করেছে NTA।
এই মুহূর্তে পেপার ১-এর ফলাফল JEE(Main)-এর ওয়েবসাইট (jeemain.nta.nic.in)-এ পাওয়া যাচ্ছে না। এপ্রিল সেশনটি নেওয়া হয়েছিল ২ থেকে ৯ এপ্রিলের মধ্যে।
The Final Answer Keys of JEE (Main) 2025 Session-II will be available for download on the JEE(Main) website by 2 PM today, i.e. on 18th April, 2025.
The result of JEE(Main) 2025 will be declared latest by 19.4.2025.
This is for information to all candidates.
— National Testing Agency (@NTA_Exams) April 18, 2025
advertisement
advertisement
গতকাল রাতে প্রকাশিত চূড়ান্ত উত্তরপত্রে দুটি প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। একটি ছিল ৩ এপ্রিল প্রথম শিফটের (ডোমেস্টিক সেট), অন্যটি ২ এপ্রিল প্রথম শিফটের (আন্তর্জাতিক সেট)। তবে সেই উত্তরপত্রটি আপাতত ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আজ আবার আপলোড করা হবে।
advertisement
ফলাফল ঘোষণার সময় JEE Advanced-এর জন্য প্রয়োজনীয় কাট-অফ, অল ইন্ডিয়া র্যাঙ্ক ও রাজ্যভিত্তিক টপারদের নামও প্রকাশ করা হবে।
advertisement
উত্তরপত্র নিয়ে অভিযোগ উঠেছিল অনেক পরীক্ষার্থীর তরফে— কোথাও ভুল উত্তর, কোথাও রেসপন্স ভুলভাবে রেকর্ড হয়েছে, এমনকি কোথাও পুরো রেসপন্স শিটই ফাঁকা। এই নিয়ে ক্ষোভ ছড়ায় পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষামহলে।
এই পরিস্থিতিতে, একাধিক পোস্টের মাধ্যমে NTA জানিয়েছে যে তারা স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ায় পরীক্ষা পরিচালনা করে থাকে। পাশাপাশি পরীক্ষার্থীদের উদ্দেশে পরামর্শ দেওয়া হয়েছে— বিভ্রান্তিকর খবর বা গুজবে যেন কেউ প্রভাবিত না হন।
advertisement
উল্লেখ্য, JEE(Main) 2025 পরীক্ষাটি হচ্ছে দুই দফায়— জানুয়ারি ও এপ্রিল মাসে। কোনও পরীক্ষার্থী যদি দুটি সেশনেই অংশ নেয়, তাহলে চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে তাঁর মধ্যে যে স্কোরটি সবচেয়ে ভাল, সেটি ভিত্তি করেই।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 18, 2025 12:40 PM IST