Inspiration: বিদেশ থেকে ডাক উপেক্ষা করে দেশেই কাজ করতে আগ্রহী দরিদ্র পরিবারের মেধাবী ছাত্র
- Published by:Arpita Roy Chowdhury
- hyperlocal
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Inspiration: বিদেশ থেকে ডাক পেলেও অভাবী সংসারের কৃতি ছাত্র চায় দেশে থেকেই কাজ করতে
রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: বাবা রাজমিস্ত্রির কাজ করেন। মা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করে বড় করেছেন ছেলেকে। আর সেই ছেলেই আজ এলাকার কৃতী ছাত্র হয়ে বিদেশের ইউনিভার্সিটি থেকে ডাক পেয়েছেন। দারিদ্র যে সাফল্যের ক্ষেত্রে কখনওই বাধা হয়ে উঠতে পারে না, তা আরও এক বার প্রমাণ করলেন অশোকনগর পুরসভার ১৩ নাম্বার ওয়ার্ডের মোমিনপুর এলাকার বছর ২৩-এর যুবক সঞ্জয় দে।
অশোকনগরের দরিদ্র পরিবারের এই মেধাবী ছাত্র বিজ্ঞান নিয়ে ভাল রেজাল্টের পর, ফিজিক্সে অনার্স এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর তাতেও সাফল্য মিলে সঞ্জয়ের। এরপরে ফিজিক্স এর উপর গবেষণা করার জন্য দেশ এবং বিদেশের বড় বড় রিসার্চ সেন্টারের পরীক্ষায় বসেন কৃতী এই ছাত্র। পরীক্ষার ফলাফল আসতেই দেখা গেল দেশের পাশাপাশি বিদেশ থেকেও ডাক এসেছে সঞ্জয়ের।
advertisement
advertisement
বর্তমানে যখন মেধাবী ছাত্রছাত্রীরা দেশ ছেড়ে বিদেশে পড়াশোনার জন্য আগ্রহ প্রকাশ করেন, সেই জায়গায় দাঁড়িয়ে সঞ্জয় চান দেশে থেকেই গবেষণা চালিয়ে যেতে। আর তাই তাইওয়ান এর চেং কুং ইউনিভার্সিটির প্রস্তাব ফিরিয়ে দিয়ে দেশের মধ্যেই বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরেটিক্যাল সাইন্স এ উচ্চশিক্ষার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছেলের সিদ্ধান্তে খুশি মা-বাবাও। সরকারি স্কুলে বাংলা মাধ্যমে পড়াশুনো করেও যে চেষ্টায় সফল হওয়া যায় সঞ্জয় তার বাস্তব উদাহরণ। ছেলেকে নিয়ে উচ্ছ্বাস চোখে পড়ল মা আভা দে- র গলায়। দেশের জন্য কাজ করুক ছেলে, চান তিনি। এলাকার ছেলের এই সাফল্যে খুশি প্রতিবেশীরাও।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 3:38 PM IST