NHM UP Recruitment 2022: ন্যাশনাল হেলথ মিশনে ২৯৮০টি শূন্যপদ, নিয়োগ শুরু হবে শীঘ্রই
- Published by:Suman Majumder
Last Updated:
NHM UP Recruitment 2022: ন্যাশনাল হেলথ মিশনে চাকরির সুযোগ।
#নয়াদিল্লি: সম্প্রতি উত্তর প্রদেশের ন্যাশনাল হেলথ মিশনের (National Health Mission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ল্যাব টেকনিশিয়ান, সিনিয়র ল্যাব টেকনিশিয়ান, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার এবং সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল হেলথ মিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
NHM UP Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। ইচ্ছুক প্রার্থীদের আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
NHM UP Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৯৮০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
NHM UP Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
ল্যাব টেকনিশিয়ান- ২৩৪৭টি পদ
সিনিয়র ল্যাব টেকনিশিয়ান- ৪৮টি পদ
সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার – ২৯৩টি পদ
advertisement
এসটিএলএস (STLS)- ২০২টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | উত্তর প্রদেশের ন্যাশনাল হেলথ মিশন (National Health Mission) |
পদের নাম: | ল্যাব টেকনিশিয়ান, সিনিয়র ল্যাব টেকনিশিয়ান ইত্যাদি |
শূন্যপদের সংখ্যা: | ২৯৮০ |
কাজের স্থান: | উত্তর প্রদেশ |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ বিবরণ দেখুন |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: | ০৪.০২.২০২২ |
NHM UP Recruitment 2022: আবেদনের যোগ্যতা
ল্যাব টেকনিশিয়ান - মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিগ্রি/ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সহ দ্বাদশ শ্রেণি পাস। এ ছাড়া কমপক্ষে ছয় মাসের অভিজ্ঞতাও প্রয়োজন।
সিনিয়র ল্যাব টেকনিশিয়ান- মেডিকেল মাইক্রোবায়োলজি/অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি/জেনারেল মাইক্রোবায়োলজি ইত্যাদিতে এমএসসি। এছাড়াও, ইউপি স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে রেজিস্ট্রেশন জরুরি। কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা অপরিহার্য।
advertisement
সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার- স্যানিটারি ইন্সপেক্টর কোর্সে স্নাতক ডিগ্রি। এছাড়াও দুই বছরের কম্পিউটার সার্টিফিকেট কোর্স। স্থায়ী টু হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যিক।
এসটিএলএস- স্নাতক বা মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা। এছাড়াও স্থায়ী টু হুইলার ড্রাইভিং লাইসেন্স। এছাড়াও দুই বছরের কম্পিউটার সার্টিফিকেট কোর্স।
advertisement
বিশদ নোটিশ লিঙ্ক- https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1114586788045325458.pdf
NHM UP Recruitment 2022: বয়সসীমা
সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর
Location :
First Published :
January 25, 2022 4:15 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NHM UP Recruitment 2022: ন্যাশনাল হেলথ মিশনে ২৯৮০টি শূন্যপদ, নিয়োগ শুরু হবে শীঘ্রই