Madhyamik Examination 2025: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি বদল হতে পারে! দেখে নিন কী বলা হচ্ছে পর্ষদ সূত্রে

Last Updated:

Madhyamik Examination 2025: তবে শিক্ষামন্ত্রীর ঘোষণার পরেও ফের সূচি বদল করা হয়, তা নিয়েই পর্ষদের অন্দরে উঠতে শুরু করেছে প্রশ্ন।

কলকাতা: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সুচির বদল হতে পারে। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে তার আনুষ্ঠানিক ঘোষণা করেন। সেই মোতাবেক ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা আগামী বছরের মাধ্যমিকের। কিন্ত আগামী বছর ১৪ ফেব্রুয়ারি রয়েছে আগামী বছরে শবেবরাত এবং পঞ্চানন বর্মার জন্মদিন। ঐ দিন ছুটি থাকে। তার ফলে কী ভাবে ঐ দিন মাধ্যমিক পরীক্ষা শুরু করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও পর্ষদের দাবি এটা আনুষ্ঠানিক সূচি নয়।
তবে শিক্ষামন্ত্রীর ঘোষণার পরেও ফের সূচি বদল করা হয়, তা নিয়েই পর্ষদের অন্দরে উঠতে শুরু করেছে প্রশ্ন। সেক্ষেত্রে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা। মনে করা হচ্ছে, তার আগেই বা তার পরেই শুরু করা হতে পারে আগামী বছরের মাধ্যমিক। গত সোমবারই যে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছিল তাতে ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু করে ২৪ ফেব্রুয়ারি শেষ করার কথা জানানো হয়।
advertisement
advertisement
কিন্তু এ বার সেই পরীক্ষা সূচিরই বদল করা হবে। তবে নতুন সূচি পরীক্ষার ফল প্রকাশের দিনেই পর্ষদ আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি আকারে জারি করবে বলেই পর্ষদ সূত্রে খবর । অর্থাৎ চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনেই আগামীবারের অর্থাৎ ২০২৫-এর মাধ্যমিকের আনুষ্ঠানিক রুটিন ঘোষণা করা হবে পর্ষদের তরফে। সেক্ষেত্রে গত সোমবার যে পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছিল তার বদল করা হতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik Examination 2025: আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি বদল হতে পারে! দেখে নিন কী বলা হচ্ছে পর্ষদ সূত্রে
Next Article
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement