HS Exam Rules: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আরও কড়াকড়ি, উত্তরপত্রের সঙ্গে জোড়া যাবে না বাড়তি কোনও পাতা

Last Updated:

Higher Secondary Rules: উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে উত্তরপত্রে বদল আনার কথা আগেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার আরও কড়া পদক্ষেপের কথা জানাল তারা। পরীক্ষার্থীরা উত্তরপত্রে যেখানে লেখা শেষ করবে, সেখানে স্বাক্ষর করবেন পরীক্ষক।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে উত্তরপত্রে বদল আনার কথা আগেই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার আরও কড়া পদক্ষেপের কথা জানাল তারা। পরীক্ষার্থীরা উত্তরপত্রে যেখানে লেখা শেষ করবে, সেখানে স্বাক্ষর করবেন পরীক্ষক। ২০২৬ উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের উত্তরপত্রে সঙ্গে অতিরিক্ত কোনও পাতা জোড়া যাবে না, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। পরীক্ষার্থীরা সংসদের দেওয়া খাতায় উত্তর লিখবে। যে পাতায় শেষ উত্তর লিখবে, তার একেবারে নীচে পরীক্ষক বা ইনভিজ়লেটর সই করবেন।
প্রত্যেক পরীক্ষার্থীর খাতায় এই স্বাক্ষর বাধ্যতামূলক।সর্বভারতীয় স্তরে ব্যাখ্যামূলক পরীক্ষায় এই ধরনের নিয়ম চালু রয়েছে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় এই প্রথম এমন ব্যবস্থা করা হচ্ছে। এ প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ব্যাখ্যা, খাতা চ্যালেঞ্জ হলে বা তথ্যের অধিকার আইন অনুযায়ী আরটিআই হলে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় তাদের। তখন অনেক পড়ুয়া দাবি করে, আর‌ও বেশি উত্তর লিখেছিল সে। খাতা থেকে কোনও পাতা আদৌ হারিয়ে গিয়েছে কি না, তা প্রমাণ করতে হিমশিম খেতে হয় সংসদকে। এই জটিলতা এড়াতেই এই নতুন পদক্ষেপ।
advertisement
আরও পড়ুন-আগামী ২৩ দিন…! বছর শেষে বাবা ভাঙ্গার ‘সুপ্রিম’ ভবিষ্যদ্বাণী! ‘কোটিপতি’ হবে ৪ রাশি, রকেটের গতিতে আয়-উন্নতি, মিলবে কুবেরের ধন
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘এ বছর থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে। যাকে বলা হয় এন্ড অফ লাইন। ইনভিজিলেটর-এর সই থাকা মানেই, এর পর আর কোন‌ও লেখা নেই। আইনি জটিলতার কারণেই এই পদক্ষেপ।’এরই পাশাপাশি এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আরও কিছু বিধি আরোপ করেছে সংসদ। পরীক্ষা হলে পরীক্ষকদের সঙ্গে অভব্য আচরণ করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর এনরোলমেন্ট বাতিল করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! ২০২৬-এ দুনিয়া কাঁপাবে শনিদেব, সাড়ে সাতি-ঢাইয়া ৩ রাশির জীবন নরক করে ছাড়বে, পদে পদে বিপদ
চিরঞ্জীব বলেন, ‘অনেক সময় টুকলি বা মোবাইল-সহ ধরা পড়লে পরীক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করে পরীক্ষার্থীরা। এই ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করার জন্যই আমরা কঠোর পদক্ষেপ করছি। ছ’টি বিষয়ের মধ্যে যে কোনও পরীক্ষায় এই ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সমস্ত পরীক্ষা সে বছরের জন্য বাতিল হয়ে যাবে।’ কোনও পড়ুয়া একা বা সদলবলে পরীক্ষাকেন্দ্রে ভাঙচুর করলে সরাসরি স্কুলকে জরিমানা করা হবে। জরিমানা বা এনরোলমেন্ট বাতিল হতে পারে পড়ুয়াদেরও।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Exam Rules: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এবার আরও কড়াকড়ি, উত্তরপত্রের সঙ্গে জোড়া যাবে না বাড়তি কোনও পাতা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘১০০ দিনের কাজের টাকা দেওয়ার আমরাই দেব’, কেন্দ্রের চিঠি ছিঁড়ে প্রতিবাদ! ‘আবার ক্ষমতায় আসব’ কোচবিহার থেকে ঘোষণা মমতার
‘১০০ দিনের কাজের টাকা আমরাই দেব’, ‘আবার ক্ষমতায় আসব’ কোচবিহার থেকে ঘোষণা মমতার
  • কোচবিহারে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

  • এসআইআর থেকে ১০০ দিনের কাজ, একাধিক বিষয়ে কেন্দ্রকে তোপ মমতার

  • বিহারের ভোট কেনা নিয়েও কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement