North Dinajpur News: ফার্মাসি নিয়ে ডিপ্লোমা পড়তে চান? এবার উত্তর দিনাজপুরে চালু হল নতুন কলেজ
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
ফার্মাসি নিয়ে ডিপ্লোমা পড়ার সুযোগ খুঁজছেন? এবার উত্তর দিনাজপুর জেলায় ফার্মেসি নিয়ে ডিপ্লোমা পড়ার সুযোগ পাবেন।
উত্তর দিনাজপুর: ফার্মাসি নিয়ে ডিপ্লোমা পড়ার সুযোগ খুঁজছেন? এবার উত্তর দিনাজপুর জেলায় ফার্মেসি নিয়ে ডিপ্লোমা পড়ার সুযোগ পাবেন। উচ্চ মাধ্যমিকে পদার্থবিদ্যা ,রসায়ন এবং জীববিদ্যা ও গণিতে সফলভাবে উচ্চমাধ্যমিক পাশ করেই আপনি এই ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা করতে পারবেন।
নর্থবেঙ্গল এলিট অ্যাকাডেমির মাধ্যমে এই ফার্মেসির ডিপ্লোমা কোর্সের করানো হবে। আর কিছুদিনের মধ্যেই দুই বছরের এই ডিপ্লোমা কোর্সের জন্য ২০২৩-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে এই ডিপ্লোমা কোর্স পড়তে প্রায় ২ বছরের ২ লক্ষ টাকা খরচ হবে ছাত্রী-ছাত্রীদের।
advertisement
advertisement
নর্থবেঙ্গল এলিট ফার্মেসি কলেজের সম্পাদক মহম্মদ আবুল কামাল বলেন’ “এবার মেধাবী ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের জন্য নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজের উদ্বোধন করা হল। এই ফার্মেসি কোর্সে শিক্ষা নিয়ে ছাত্র ছাত্রীরা ভবিষ্যতে একটা জীবিকার সন্ধান করে নিতে পারবে।”
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে ভিড় সামাল দিতে অভিনব উদ্যোগ প্রশাসনের! তৎপর মন্দির কর্তৃপক্ষও
advertisement
উল্লেখ্য, এতদিন কল্যানী, বাঁকুড়া এবং জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মেসিতে এই কোর্সটি পড়ানো হতো। তবে এবার এই প্রথম উত্তর দিনাজপুর জেলাতেও ফার্মেসি ডিপ্লোমা কোর্স পড়ানো হবে। উত্তর দিনাজপুর জেলার করণ দীঘিতে নর্থবেঙ্গল এলিট অ্যাকাডেমির মাধ্যমে এই ফার্মেসি ডিপ্লোমা কোর্স করানো হবে।
পিয়া গুপ্তা
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2023 5:41 PM IST