নেট পরীক্ষায় ৯৯.৩১ শতাংশ নম্বর! প্রতিবন্ধকতাকে জয় করে চমকে দিলেন শান্তিপুরের পিয়াসা মহলদার

Last Updated:

NET Results 2022: মাত্র তিন ফুট উচ্চতা, নিজে থেকে চলাচল করতে পারেন না জন্মের পর থেকেই। ঠিক করে বসতেও পারেন না বছর পঁচিশের পিয়াসা মহলদার।

নেট পরীক্ষায় নজিরবিহীন সাফল্য
নেট পরীক্ষায় নজিরবিহীন সাফল্য
#নদিয়া: মাত্র তিন ফুট উচ্চতা, নিজে থেকে চলাচল করতে পারেন না জন্মের পর থেকেই। ঠিক করে বসতেও পারেন না বছর পঁচিশের পিয়াসা মহলদার। হাত দুটো থাকলেও, সেই হাত দিয়ে সেভাবে কিছুই বহন করার ক্ষমতা নেই। শুয়ে পড়ে একদিকে পাশ ফিরে ছোট্ট দুটো হাতদিয়ে পেন ধরে কোনোক্রমে লিখতে পারেন সঙ্গে পড়াশোনা। সেই মেয়েই চমকে দিলেন নেট পরীক্ষায় চমকপ্রদ রেজাল্ট করে। প্রতিবন্ধকতাকে জয় করে নেট পরীক্ষায় ৯৯.৩১ শতাংশ নম্বর পেয়েছেন নদিয়ার শান্তিপুর পটেশ্বরী ট্রিটের পিয়াসা মহলদার।
প্রতিবন্ধকতাকে জয় করে এই সাফল্য নিয়ে পিয়াসা মহলদার বলেন, "প্রথমে দেড় বছর শান্তিপুরের একটি কেজি স্কুলে আমি ভর্তি হই। সেখানে ক্লাস করার মতো পরিকাঠামো ছিল না। তারপর সেই স্কুল ছেড়ে দিয়ে স্থানীয় আমড়াতলা গার্লস প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করি। এরপর শান্তিপুরের রাধারানী নারী শিক্ষা মন্দির থেকে ফাইভ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করি। তারপর শান্তিপুর কলেজ থেকে স্নাতক হই। এরপর কৃষ্ণনগর গভমেন্ট কলেজ থেকে বাংলায় এমএ পাস করি। এরপর প্রথম নেট পরীক্ষায় বসে, ৯৯.৩১ শতাংশ নম্বর পাই। আমি নিজে থেকে কিছুই করতে পারিনা। আমার সমস্ত কাজকর্মই করে দেন মা বাবা ও ভাই। নেটে পাস করার দরুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিযুক্ত হতে পারবো, এতেই আমি খুশি।"
advertisement
advertisement
যাবতীয় শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পিয়াসার এই নজিরবিহীন সাফল্যে খুশি পরিবারের সকলেই। বাবা উত্তম মহলদার কলকাতা পুলিশের এএসআই পদে কর্মরত। মা সুপ্রিয়া মহলদার গৃহবধূ এবং ভাই প্রত্যুষ মহালদার বিএসসি তৃতীয় বর্ষের ছাত্র। পিয়াসার সাফল্য ঘিরে উৎসবের আমেজ গোটা পরিবারে। খুশি পাড়া প্রতিবেশীরাও।
advertisement
রঞ্জিত সরকার
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
নেট পরীক্ষায় ৯৯.৩১ শতাংশ নম্বর! প্রতিবন্ধকতাকে জয় করে চমকে দিলেন শান্তিপুরের পিয়াসা মহলদার
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement