NEET UG 2023: হবু ডাক্তারদের জন্য বড় খবর, NEET UG-র উত্তরপত্র কীভাবে দেখবেন? জানুন সহজ পদ্ধতি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
ভবিষ্যতের ডাক্তারদের জন্য আজ বিশেষ দিন৷ আজ প্রকাশিত হবে নিট ইউজি ২০২৩-র ফলাফল। ন্যাশনাল, টেস্টিং এজেন্সির (NTA) পক্ষ থেকে ঘোষণা করা হবে৷
নয়াদিল্লি: ভবিষ্যতের ডাক্তারদের জন্য আজ বিশেষ দিন৷ আজ প্রকাশিত হবে নিট ইউজি ২০২৩-র ফলাফল। ন্যাশনাল, টেস্টিং এজেন্সির (NTA) পক্ষ থেকে ঘোষণা করা হবে৷ NEET UG ফাইনাল অ্যানসার কি অর্থাৎ সঠিক উত্তর গুলি ঘোষণা করা হবে৷ এ বছর ২০ লাখের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এনটিএ-র অফিশিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ ফলাফল প্রকাশিত হবে।
ইংরেজি, হিন্দি, অসমিয়া বাংলা, গুজরাতি, কান্নাড়া, মালয়ালম, ওড়িয়া-সহ মোট ১৩ টি ভাষায় নিট পরীক্ষা নেওয়া হয়েছে৷
কীভাবে ডাউনলোড করবেন?
advertisement
প্রথম ধাপ: নিটের অনলাইন পোর্টালে neet.nta.nic.in-এ যান
দ্বিতীয় ধাপ: ‘NEET official final answer key 2023’- এর লিঙ্কে ক্লিক করুন
তৃতীয় ধাপ: এরপরেই স্ক্রিনে উত্তরপত্র দেখতে পাবেন৷
advertisement
উমঙ্গ অ্যাপে কীভাবে দেখবেন?
ধাপ ১: আপনার নিবন্ধিত মোবাইল নম্বর দিয়ে UMANG অ্যাপে লগ ইন করুন
ধাপ ২: ‘all services’-এ ক্লিক করুন
ধাপ ৩: তারপর, মেনু থেকে NEET 2023 বিকল্পটি নির্বাচন করুন
ধাপ ৪: ফলাফল লিঙ্কে ক্লিক করুন
advertisement
ধাপ ৫: আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় শংসাপত্র লিখুন
ধাপ ৬: ফলাফল স্ক্রিনে দেখতে পাবেন
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 1:11 PM IST